ট্রেনের টিকিটে আর লাগবে না পুরো দাম! এবার এইভাবে বুক করলেই মিলবে বড় ছাড়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার ওপর ভর করে প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ট্রেনের উপর ভর করে যাতায়াতকারী এই সকল প্রতিটি যাত্রীর কাছে যা থাকা প্রয়োজন তা হলো টিকিট (Train Ticket)। টিকিট না থাকলে যাত্রীদের অবৈধ যাত্রী হিসেবে বিবেচনা করে রেল (Indian Railways) এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে।

Advertisements

ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি রয়েছে। একটি হলো অফলাইন এবং অন্যটি হলো অনলাইন। অনলাইন টিকিট মূলত আইআরসিটিসি (IRCTC) সরাসরি অথবা এজেন্টের মাধ্যমে যাত্রীদের প্রদান করে থাকে। অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে অনেক সময় ছাড় পেয়ে থাকেন যাত্রীরা। ঠিক সেই রকমই এবার এমন কিছু অফার যাত্রীদের সামনে তুলে দেওয়া হচ্ছে যাতে করে আর পুরো টিকিটের দাম দিতে হবে না যাত্রীদের।

Advertisements

১) এইচডিএফসি ব্যাংক এবং আইআরসিটিসি যৌথভাবে একটি কার্ড চালু করেছে। ওই কার্ডের মাধ্যমে কোন যাত্রী যদি আইআরসিটিসি থেকে টিকিট বুকিং করে থাকেন তাহলে তিনি রেওয়ার্ড হিসাবে পাঁচ পয়েন্ট পেয়ে থাকেন। এছাড়াও এই কার্ডে পাঁচ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হয়। এই কার্ডটির জন্য বার্ষিক ৫০০ টাকা ফি নেওয়া হয়ে থাকে। আবার কোন ব্যক্তি যদি এই কার্ডের মাধ্যমে বছরে ১.৫ লক্ষ টাকা খরচ করেন তাহলে তাকে কোন ফি দিতে হয় না।

Advertisements

২) আইআরসিটিসি এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যৌথভাবে একটি প্ল্যাটিনাম কার্ড চালু করেছে। এই কার্ডের মাধ্যমে প্রথম ৪৫ দিনের মধ্যে ৫০০ টাকা খরচ করা হলে সেক্ষেত্রে ৩৫০ বোনাস এক্টিভিশন পয়েন্ট পাওয়া যায়। এছাড়াও এই কার্ডের মাধ্যমে কোন যাত্রী যদি আইআরসিটিসি থেকে ট্রেনের টিকিট বুকিং করেন তাহলে চার্জের ক্ষেত্রে ১% ছাড় দেওয়া হয়। এছাড়াও রেলওয়ে লাউঞ্জ ব্যবহার করার ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়।

৩) IRCTC BOB Rupay কার্ডের মাধ্যমে যদি কোন যাত্রী আরসিটিসি থেকে টিকিট বুকিং করেন তাহলে তাকে প্রতি ১০০ টাকা খরচের জন্য রিওয়ার্ড হিসেবে দুই পয়েন্ট দেওয়া হয়। এছাড়াও এই কার্ড চালু করার ৪৫ দিনের মধ্যে ১০০০ টাকা খরচ করলে ১০০০ টাকা বোনাস পয়েন্ট হিসেবে দেওয়া হয়ে থাকে। এই কার্ডের বার্ষিক চার্জ নেওয়া হয় ৩৫০ টাকা।

Advertisements