নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে যাত্রীদের সুবিধার জন্য। ঠিক তেমনি এবার নতুন একটি উদ্যোগ নেওয়া হল যাতে ফেসবুকে মিলবে ট্রেনের টিকিট সংরক্ষণের যাবতীয় তথ্য। ফেসবুক ছাড়া টুইটারেও এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের ইস্ট সেন্ট্রাল জোনের তরফ থেকে।
ইস্ট সেন্ট্রাল জোনের তরফ থেকে এই ব্যবস্থা ইদানিং করা হয়েছে পরীক্ষামূলক ভাবে বলে জানা গিয়েছে। ইস্ট সেন্ট্রাল জোনের সিপিআরও জানিয়েছেন, তাদের নির্দিষ্ট ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট থেকে যাত্রীরা টিকিট সংরক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে পারেন। টিকিটের ব্যবস্থা কি রয়েছে, আসন বেঁচে রয়েছে কিনা সবকিছু জানা যাবে।
তবে কোন পদ্ধতিতে এই পরিষেবা পাবেন যাত্রীরা তা সম্পর্কে এখনও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। অন্যদিকে স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে IRCTC ইদানিং একাধিক সুবিধা যোগ করেছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে। আগামী দিনে আরও একাধিক ফিচার এই ওয়েবসাইটে যুক্ত হতে চলেছে বলে আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।