July New Rules: ট্রেনের টিকিট থেকে ভিআইপি কালচার! জুলাইয়ে আসছে ৮ পরিবর্তন, লাভ হবে আমজনতার

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়। ঠিক সেই রকমই জুলাই মাসেও ৮টি পরিবর্তন আসতে চলেছে। জুলাই মাসে এই সকল পরিবর্তন আসতে চলেছে মূলত নতুন নিয়ম (July New Rules) জারি করার ফলে। অন্যান্য মাসের ক্ষেত্রে এমন পরিবর্তন নেই সাধারণ মানুষদের পকেট থেকে অনেক সময় বেশি টাকা খুঁজলেও জুলাই মাসের পরিবর্তনগুলির অধিকাংশই আমজনতাদের লাভ বাড়াবে।

১) প্রথমেই যে পরিবর্তনের কথা বলা যায় সেটি হল রান্নার গ্যাসের দাম। প্রত্যেক মাসের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম ঠিক করে থাকে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। সেরকমই জুলাই মাসেও রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসবে এমনই আশা করা হচ্ছে।

২) ট্রেনের কনফার্মড তৎকাল টিকিট বাতিল করার ক্ষেত্রে আগে কোন টাকা ফেরত পাওয়া যেত না। কিন্তু জুলাই মাসের ২ তারিখ থেকে নতুন এক নিয়ম জারি হতে চলেছে এবং সেই নিয়ম অনুযায়ী কনফার্মড তৎকাল টিকিট বাতিল করলেও যাত্রীরা ৫০ শতাংশ টাকা ফেরত পাবেন।

৩) জুলাই মাস থেকে পুনরায় চালু হতে চলেছে দুজোড়া গরিব রথ এক্সপ্রেস। যে ট্রেনগুলি আগে পরিসেবা দিলেও পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছিল। নতুন করে জুলাই মাস থেকে পরিষেবা দেবে আগরতলা-কলকাতা-আগরতলা এবং গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস।

৪) জুলাই মাস থেকে আসামে বন্ধ হতে চলেছে ভিআইপি কালচার। ভিআইপি কালচার বলতে আমলাদের ইলেকট্রিক বিল সহ বিভিন্ন খাতে খরচ আমজনতার ট্যাক্স থেকে দেওয়া হতো। কিন্তু এবার মন্ত্রী সহ আমলাদের ইলেকট্রিক বিল দিতে হবে নিজেদের পকেট থেকেই। স্বাধীনতার পর এমন কোন বড় পদক্ষেপ নিচ্ছে অসম সরকার।

৫) টাটা মোটরস জুলাই মাসে পুনরায় তাদের বেশ কিছু যানবাহনের দাম বাড়াতে চলেছে। সমস্ত যানবাহন না হলেও বেশ কিছু যানবাহনের দাম ২ শতাংশ বৃদ্ধি পাবে।

৬) ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে জুলাই মাস থেকে নতুন নিয়ম জারি হচ্ছে এবং সেই নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক সংস্থাকে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের জন্য ভারত বিল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে।

আরও পড়ুন 👉 Aadhaar Cancellation: বাতিল হচ্ছে এই সকল ব্যক্তিদের আধার কার্ড! কেন্দ্রের ঘোষণায় তালিকায় থাকতে পারেন আপনিও

৭) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জুলাই মাস থেকে তাদের বেশ কিছু গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্টুডেন্ট এবং কিছু অ্যাকাউন্ট ছাড়া যে সকল অ্যাকাউন্টে গত তিন বছর ধরে কোনরকম আর্থিক লেনদেন হয়নি সেই সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে তারা।

৮) সিমকার্ডের ক্ষেত্রেও জুলাই মাস থেকে নতুন নিয়ম জারি হতে চলেছে। আগে সিমকার্ড চুরি অথবা হারিয়ে যাওয়ার ক্ষেত্রে দোকানে গিয়েই সঙ্গে সঙ্গে তা পাওয়া যেত। এবারও সঙ্গে সঙ্গেই সিম কার্ড পাওয়া যাবে। কিন্তু সিম কার্ড পাওয়ার পর এমএনপি করার জন্য সাত দিন অপেক্ষা করতে হবে।