নিজস্ব প্রতিবেদন : কাজে অথবা ভ্রমণের জন্য বহু মানুষকেই দূর-দূরান্তে পাড়ি দিতে হয়। দূর দূরান্তে পাড়ি দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষ ট্রেনের ওপর নির্ভর করে। কারণ সবার পক্ষে ফ্লাইটের টিকিট বুক করা সম্ভব হয় না আর্থিক কারণে। আবার সব সময় ট্রেনের টিকিট কনফার্ম হবে এমন গ্যারান্টিও নেই। যে কারণে ওয়েটিং লিস্টে থাকার টিকিট কনফার্ম না হওয়ায় বহু যাত্রীকেই অসুবিধার সম্মুখীন হতে হয়।
তবে এই রকম একটি অসুবিধা হাত থেকে এবার উদ্ধার করতে দুর্দান্ত অফার নিয়ে এলো একটি অ্যাপ। যে অ্যাপে ট্রেনের টিকিট কনফার্ম না হলে মাত্র এক টাকা খরচ করেই মিলতে পারে ফ্লাইটের কনফার্ম টিকিট। বলা যেতে পারে সম্পূর্ণ বিনামূল্যেই ওই অ্যাপ সংস্থার তরফ থেকে এমন সুবিধা দেওয়া হচ্ছে।
এমন দুর্দান্ত সুবিধা প্রদান করা ওই অ্যাপটির নাম হলো Trainman। এই অ্যাপ সংস্থা আইআরসিটিসির অথরাইজড পার্টনার। অ্যাপের বিবরণে এমনটাই দেওয়া রয়েছে। ভারতীয় রেলের টিকিট বুকিং করার জন্য এই অ্যাপের ব্যবহার করা হয়ে থাকে এবং টিকিট বুকিং করার সময় ১ টাকা দিয়ে বিমা নিতে হয়। এই অ্যাপের মধ্য দিয়ে ট্রেনের টিকিট বুকিং করার পর যদি কনফার্ম না হয় তাহলে বিমানের কনফার্ম টিকিট দেওয়া হয়ে থাকে।
তবে যে সকল যাত্রীরা যে দুই শহরের মধ্যে যাতায়াত করতে চান সেই দুই শহরের মধ্যে বিমান যোগাযোগ না থাকলে এই সুবিধা তাদের পক্ষে পাওয়া সম্ভব নয়। এছাড়াও এই অ্যাপে আরও বেশ কিছু সুবিধা দেওয়া হচ্ছে যা গ্রাহকদের কাছে অবিশ্বাস্য। রাজধানী এক্সপ্রেস সহ দেশের বিভিন্ন ট্রেনে বীমার মাধ্যমে টিকিট বুকিং করা যায় এই অ্যাপ থেকে।
এই অ্যাপে টিকিট বুকিং করার সময় যদি ৯০% কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে এবং তার পরেও যদি যাত্রা দিনে টিকিট কনফার্ম না হয় সেক্ষেত্রে যাত্রীদের বিমান যাত্রার সুযোগ দেওয়া হয়ে থাকে এই অ্যাপের মাধ্যমে।