নতুন নিয়মে ট্রেনের টিকিট বাতিল করলে কত টাকা কাটবে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের টিকিট বুক করার পর কোন কারণবশত পরিকল্পনা বাতিল হলে বাতিল করতে হয় বুক হওয়া টিকিট। এই টিকিট বাতিল করার ক্ষেত্রে এখন ঝঞ্ঝাট নেই বললেই চলে। টিকিট বাতিল করার জন্য লাইনে দাঁড়াতে হয় না, বাড়িতে বসেই অনলাইনে বুক হওয়ার টিকিট বাতিল করা যেতে পারে। তবে নতুন নিয়ম অনুসারে বুক হওয়া টিকিট বাতিল করলে কত টাকা কাটা যেতে পারে তা অনেকেরই অজানা।

Advertisements

টিকিট বাতিল করার ক্ষেত্রে বিভিন্ন ক্লাসের ভাগ হিসাবে বিভিন্ন ধরনের চার্জ করা হয়ে থাকে। এর পাশাপাশি নতুন নিয়ম অনুসারে আপনি যাত্রার কতক্ষণ আগে টিকিট বাতিল করছেন সেই হিসাবের আলাদা আলাদা চার্জ ধার্য করা হয়ে থাকে। পাশাপাশি চার্ট তৈরি হয়ে যাওয়ার পর যদি টিকিট বাতিল করা হয় তাহলে চার্জের পরিমাণ সম্পূর্ণ আলাদা।

Advertisements

IRTCT-র নিয়ম অনুসারে কোন যাত্রী যদি যাত্রার ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করে থাকেন তাহলে ফার্স্ট ক্লাস-এর জন্য চার্জ ২৪০ টাকা, এসি টু টায়ার-এর জন্য ২০০ টাকা, এসি থ্রি টায়ার-এর জন্য ১৮০ টাকা, স্লিপার ক্লাস-এর ক্ষেত্রে ১২০ টাকা ও সেকেন্ড ক্লাস-এর ক্ষেত্রে ৬০ টাকা চার্জ কাটা হবে।

Advertisements

অন্যদিকে যাত্রার ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে যদি টিকিট বাতিল করা হয় সে ক্ষেত্রে টিকিটের মূল্যের উপর ২৫% চার্জ কাটা হয়ে থাকে। এর সঙ্গে যুক্ত হয় জিএসটি।

কোন যাত্রী যদি যাত্রার ১২ ঘন্টা থেকে ৪ ঘণ্টা মধ্যে টিকিট বাতিল করে থাকেন সেক্ষেত্রে ওই যাত্রীর টিকিটের মূল্যের অর্ধেক এবং জিএসটি চার্জ করা হয়। পাশাপাশি যদি কোন টিকিটের অনলাইন টিডিয়ার না থাকে তাহলে ৪ ঘণ্টা আগেও টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত পাওয়া যায় না।

বুক করা টিকিট বাতিল করার জন্য যাত্রীদের IRCTC E-Ticketing Service-এ ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ও My Transactions-এ Booked Ticket History-তে ক্লিক করে টিকিট বাতিল করার অপশন পাবেন।

Advertisements