নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) উপর ভর করে দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। যে কারণে এই রেল পরিষেবায় কোনরকম পরিবর্তন আনলেই তার বিপুলসংখ্যক যাত্রীর উপর প্রভাব ফেলে। ঠিক সেই রকমই এবার উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের (North Bengal Train) সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সময়সূচির এই পরিবর্তন জেনে রাখা সেই সকল যাত্রীদের জন্য অত্যন্ত আবশ্যিক যাদের টিকিট বুকিং রয়েছে।
ভারতীয় রেলের তরফ থেকে যেমন যাত্রীদের সঠিক সময়ে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়, ঠিক সেই রকমই তাদের দায়িত্ব প্রতিটি যাত্রীকে সুরক্ষিত ভাবে গন্তব্যে পৌঁছানো। সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছানোর জন্য রেলের তরফ থেকে প্রায়সই রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। রক্ষণাবেক্ষণের এমন কাজের জন্য রেলের তরফ থেকে অনেক সময় তাদের পরিষেবায় পরিবর্তনও আনা হয়। কখনো কখনো ট্রেন বাতিল, কখনো রুট পরিবর্তন, কখনো আবার সময়ের থেকে দেরিতে ট্রেন ছাড়া হয়।
ঠিক সেই রকমই আগামী মালদাহ ও নিউ ফারাক্কা রুটে ট্র্যাক মেরামতির কাজ করা হবে। বেশ কয়েকদিন ধরে এই কাজ চলবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। মেরামতির এই কাজের জন্যই একাধিক উত্তরগামী ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যে সকল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালদা টাউন দিঘা মালদা টাউন এক্সপ্রেস।
আরও পড়ুন ? New Train for Balurghat: বাংলায় চালু হল আরও একটি ট্রেন, জানুন ভাড়া কত
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শুক্রবার থেকে ১০ দিন নির্ধারিত সময়ের থেকে এক ঘন্টা দেরিতে ছাড়বে। শিয়ালদহ থেকে যেখানে এই ট্রেনটি সাধারণ দিনগুলিতে সকাল ৬:৫০ মিনিটে ছেড়ে থাকে সেই জায়গায় শুক্রবার থেকে ১০ দিন ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেবে সকাল ৭:৫০ মিনিটে। যে সকল দিনগুলিতে এই ট্রেনটি নির্ধারিত সময় সূচির ১ ঘন্টা দেরিতে ছাড়বে সেই দিনগুলি হল ৫, ৭, ১০, ১২, ১৪, ১৭, ১৯, ২১, ২৪ এবং ২৬ জানুয়ারি।
অন্যদিকে বৃহস্পতিবার থেকে দীঘা মালদা টাউন এক্সপ্রেস ট্রেনটির (১৩৪১৭) চারটি ট্রিপে মাঝপথে আধঘন্টা করে দাঁড়িয়ে থাকবে। দীঘা মালদা টাউন এক্সপ্রেস ট্রেনটি যে কয়েকটি দিন মাঝপথে আধঘন্টা করে দাঁড়িয়ে থাকবে সেই দিনগুলি হল ৫, ১২, ১৯ এবং ২৬ জানুয়ারি। সুতরাং যারা এই সকল ট্রেনের সফর করার জন্য টিকিট বুকিং করে রেখেছেন তাদের আগাম এই সময়সূচির বদল জেনে রাখাটা জরুরী।