Nepal-Bhutan Train: এবার টুক করে যাওয়া যাবে নেপাল-ভুটান, ট্রেন চালানো নিয়ে বড় পরিকল্পনা ভারত-বাংলাদেশের

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে ভারত ও বাংলাদেশের রেল ট্রানজিট (Rail Transit)। ভারত ও বাংলাদেশের রেল ট্রানজিট এমন আলোচনার মূলে আসার কিছু নেই বেশ কিছু কারণও রয়েছে। দিন কয়েক আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আসেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে রেল ট্রানজিট চালু করার বিষয়ে মৌ স্বাক্ষর করেন।

শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের রেল ট্রানজিট স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় নানান প্রচার করা হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে এই চুক্তির ফলে তাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নষ্ট হবে। ঘটনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে, তবে এই সকল শোরগোলের মধ্যেই আবার নতুন একটি তথ্য সামনে এসেছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে যে রেল ট্রানজিট স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তি অনুযায়ী ভারত-বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন চালাবে এবং সহজেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। তবে শুধু উত্তর-পূর্ব ভারত নয়, জানা যাচ্ছে এই রেল ট্রানজিট স্বাক্ষর বা চুক্তি এবার নেপাল ও ভুটানের সঙ্গেও যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা সুবিধা তৈরি করবে।

আরও পড়ুন 👉 Kolkata Bangladesh New Bus Route: সহজ হচ্ছে বাংলাদেশ ভ্রমণ, মমতার সায়ে চালু হতে চলেছে নতুন রুটে বাস পরিষেবা

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মহম্মদ আলী আরাফাত জানিয়েছেন, ভারত সরকারের সঙ্গে তাদের যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। এমনকি তিনি জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের এই চুক্তির অনেক কিছুই না জেনেই তারা অপপ্রচার চালাচ্ছেন। এই চুক্তির ফলে ভারতের পাশাপাশি বাংলাদেশেরও প্রচুর লাভ হবে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এমন লাভের বিষয় তুলে ধরার পরিপ্রেক্ষিতেই সামনে এসেছে নেপাল ও ভুটানের মধ্যে ট্রেন (Nepal-Bhutan Train) যোগাযোগের বিষয়টি।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দাবি করেছেন, শুধু ভারত বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চালাবে না। এর পাশাপাশি ভারতের মাটি ব্যবহার করে তাদেরও ট্রেন নেপাল-ভুটান পৌঁছে যাবে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর তরফ থেকে প্রকাশ করা এই তথ্য থেকেই স্পষ্ট এবার অনেক সহজেই নেপাল ও ভুটান পৌঁছে যাওয়া যাবে। তবে বাংলাদেশের যাত্রীবাহী নাকি পণ্যবাহী ট্রেন ভারতের মাটি ব্যবহার করে নেপাল ও ভুটান পৌঁছাবে তা স্পষ্ট নয়। পণ্যবাহী ট্রেন যাতায়াত করলে বাণিজ্যিক দিক দিয়ে অনেক উন্নত হবে, আবার যদি যাত্রীবাহী ট্রেনও যাতায়াত করে তাহলে বাণিজ্যিক দিকের উন্নতির পাশাপাশি পর্যটনের দিকটিও আরও উন্নতির মুখ দেখবে।