নিজস্ব প্রতিবেদন : আমজনতার বিনোদনের জন্য এখনো পর্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ সম্বল হল টিভি। বর্তমানে হেন কোন বাড়ি নেই যেখানে টিভি নেই। টিভির পর্দায় বিভিন্ন সময় সিরিয়াল থেকে শুরু করে সিনেমা, খেলা ইত্যাদি দেখে থাকেন প্রত্যেকে। তবে দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে দিন দিন টিভি দেখার খরচ বাড়তে শুরু করেছে।
একসময় যেখানে মাত্র ১০০ টাকার মধ্যেই বিভিন্ন চ্যানেল দেখে নেওয়া যেত সেই জায়গায় এখন ২০০ টাকাতেও পছন্দের সব চ্যানেল পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে গ্রাহকদের তরফ থেকে বারবার তাদের খরচ নিয়ে অভিযোগের আঙুল তুলছেন। এই সকল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার ট্রাই এমন এক সিদ্ধান্ত নিল যাতে করে আপনার টিভি দেখার খরচ অনেক কমে যাবে।
ইতিমধ্যেই ট্রাইয়ের তরফ থেকে TRAI ট্যারিফ অর্ডার 2.0-তে সংশোধন এনে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী ১৯ টাকার কম দামী যে সকল চ্যানেল রয়েছে সেগুলিকে একটি বোকের মধ্যে সামিল করা হবে। এই নতুন নিয়মের ফলে গ্রাহকরা যেমন স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
নতুন এই নিয়ম ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে লাগু করা হবে বলে জানা যাচ্ছে সুত্র মারফত। এই নিয়ম লাগু হওয়ার পাশাপাশি ট্রাই জানিয়ে দিয়েছে, প্রতিটি অপারেটরকে নিশ্চিত করতে হবে যাতে গ্রাহকরা নতুন নিয়ম অনুসারে যেন পরিষেবা পায়। এছাড়াও জানানো হয়েছে কোন ব্রডকাস্ট সংস্থা চ্যানেলের দাম অথবা অন্য কোন বোকে কাঠামোতে কোনরকম পরিবর্তন আনতে চান তাহলে তাদের তা ১৬ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট করতে হবে।
গত ২০১৯ সালের পর থেকে টিভি দেখার খরচ অনেক বেড়ে যায়। সেই সময় যে পরিবর্তন আনা হয়েছিল সেই পরিবর্তন অনুযায়ী অনেকের মধ্যে আশা ছিল হয়তো খরচ কমবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় নিয়ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে সম্প্রচারকারী সংস্থাগুলি যেভাবে দামের পরিবর্তন করে তাতে খরচ বাড়ে। এখন দেখার বিষয় নতুন এই পরিবর্তন আসার পর সত্যিই গ্রাহকদের খরচ কমে না বাড়ে!