নিজস্ব প্রতিবেদন : মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য কেন্দ্র সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প। জনপ্রিয় এই প্রকল্পের অ্যাকাউন্টে কোটি কোটি বাবা-মা নিজেদের মেয়েদের ভবিষ্যতের জন্য টাকা জমা করে আসছেন। এই যোজনায় অ্যাকাউন্ট খোলার সময় মেয়ের বয়স অবশ্যই ১০ বছরের কম হতে হবে। আগে এই প্রকল্পের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসে লাইন দিতে হতো। তবে এখন আর লাইন দেওয়ার দরকার নেই, অনলাইনে এই প্রকল্পের অ্যাকাউন্টে টাকা জমা করার উপায় এনেছে ডাক বিভাগ।
এই যোজনায় অভিভাবকরা তাদের মেয়ের নামে পোস্ট অফিস অথবা যে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন। সরকারের তরফ থেকে এই প্রকল্পে বর্তমানে ৭.৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে বছরে কমকরে ২৫০ টাকা জমা দেওয়া বাধ্যতামূলক এবং এর সর্বোচ্চ সীমা হলো বছরে ১.৫ লক্ষ টাকা।
অ্যাকাউন্ট খোলার সময় মেয়ের বার্থ সার্টিফিকেটের প্রতিলিপি জমা দিতে হয় পোস্ট অফিস অথবা ব্যাঙ্কে। এছাড়াও প্রয়োজন হয় অভিভাবকের নথিপত্র (যেমন প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা আধার কার্ড)।
অনলাইনে পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে। এর জন্য পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টকে IPPB অ্যাপের সঙ্গে যুক্ত করতে হবে।
অনলাইনে টাকা জমা করার জন্য IPPB অ্যাপের DOP Product-এ যেতে হবে।
DOP Product-এর মধ্যে থাকা সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটিকে বেছে নিতে হবে। তারপর সেখানে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টের নম্বর এবং কাস্টমার আইডি দিতে হবে।
এগুলি বেছে নেওয়ার পর আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের অ্যাকাউন্টে অনলাইনে টাকা ট্রান্সফার করতে পারবেন।
অনলাইনে টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার পর আপনাকে IPPB নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে টাকা জমা হওয়ার বিষয়ে।