ICDS: আগে থেকে কোনো রকম নির্দেশ না দিয়েই রাতারাতি আইসিডিএস কর্মীদের জন্য এলো এক বিরাট বার্তা। সিডিপিওর অফিস থেকে বদলির মৌখিক নির্দেশ পেয়ে রীতিমতো হতবাক আইসিডিএস কর্মীরা। এরকম ঘটনা আগে কখনোই ঘটেনি, কিন্তু কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়া হলো তা এখনো পরিষ্কার নয়। রায়দিঘি বিধানসভার মথুরাপুর ১ নম্বর ব্লকের একাধিক আইসিডিএস কেন্দ্রের ১৩ জন কর্মীকে আগে থেকে কোনরকম নির্দেশ না দিয়েই বদলি করা হলো।
সাধারণত কর্মীদের (ICDS) বদলির জন্য লিখিত অর্ডার দিতে হয় কিন্তু এক্ষেত্রে তা হয়নি। সিডিপিও, বিডিওর কাছে বদলির সঠিক কারণ বারবার জানতে চাওয়া হলেও তারা কোনরকম উত্তর দিতে পারেনি। অভিযোগ করা হয়েছে এই সমস্যার আদতে কোনরকম সুরাহা হয়নি। কোন কি বিশেষ কারণের জন্য বদলি করা হলো ওই আইসিডিএস কর্মীদের?
আরো পড়ুন: রেশন দোকানে চালু হল নতুন নিয়ম, না জানলে জেনে নিন এখনই
অবশেষে আইসিডিএস কর্মীরা (ICDS) এই বদলির নির্দেশ প্রত্যাহারের জন্য পদক্ষেপ নিতে বাধ্য হয়। মঙ্গলবার বিকেলবেলা আইসিডিএস কর্মীদের সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারের মহকুমাশাসক অঞ্জন ঘোষের কাছে স্মারকলিপি জমা দেন ‘ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলপার্স ইউনিয়নের’ সদস্যরা। আইসিডিএস কর্মীরা অভিযোগ করেছে যে এই বদলির পিছনে ইন্ধন রয়েছে শাসকদলের।
আরো পড়ুন: বিসর্জনের খরচ বাঁচিয়ে সদস্যের পাশে দাঁড়ালো সিউড়ির এই ক্লাব
জানেন আইসিডিএস কর্মীদের (ICDS) মূল কাজ কি? আইসিডিএস কেন্দ্রের কর্মীরা সাধারণত সেন্টার পরিচালনা এবং শিশুদের খাওয়াদাওয়া করানোর দায়িত্বে থাকেন। এছাড়াও তারা প্রসূতিদের সহযোগিতার কাজ করেন। তারা সাম্মানিক পায় দৈনিক কাজের ভিত্তিতে৷ স্থানীয় এলাকার শিশু এবং প্রসূতি মহিলাদের যাতে ঠিকঠাক যত্ন এবং পরিচালনা করা যায় সেই কারণে আইসিডিএস মহিলা কর্মীদের দায়িত্ব দেওয়া হয় কাছাকাছি এলাকাতেই। কিন্তু মথুরাপুর ১ নম্বর ব্লকের সিডিপিও আচমকা একসঙ্গে এতজন কর্মীকে বদলির নির্দেশ কেন দিলেন এই নিয়ে হতবাক হয়েছেন আইসিডিএস কর্মীরা।
বর্তমান পরিস্থিতিতে যারা কর্মরত কেন্দ্রগুলোতে শিশু ও প্রসূতিদের পরিষেবা দিচ্ছিল তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। সিডিপিওকে সামনে রেখে খানিকটা দায় এড়ানোর চেষ্টা করেছেন মথুরাপুর ১ নম্বর ব্লকের বিডিও সোমনাথ মান্না। পাশাপাশি এলাকার সিডিপিও বলেছেন যে, সরকারি নির্দেশ অনুযায়ী বদলি লিখিত অর্ডার পাঠানো হয়েছিল। বিষয়টিকে বিস্তারিতভাবে খতিয়ে দেখার দাবি তোলা হয়েছে। সকলেই অভিযোগ করছে যে এর পিছনে শাসকদলের ইন্ধন রয়েছে। সকলেই এখন সুবিচারের জন্য প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে।