Transport Department Offer: সময়ে গাড়ির ট্যাক্স জমা দেওয়া হয়নি, বেড়েছে জরিমানা! বড় অফার দিল রাজ্য

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের এখন প্রায় অধিকাংশ বাড়িতেই দু’চাকা থেকে শুরু করে চার চাকা যানবাহন পৌঁছে গিয়েছে। এই সকল যানবাহন রাস্তায় চালানোর জন্য প্রতিটি বাসিন্দাকেই নির্দিষ্ট সময়ে জমা দিতে হয় গাড়ির ট্যাক্স (Vehicle Tax)। নির্দিষ্ট সময়ের মধ্যে করাতে হয় ফিটনেস পরীক্ষা, নির্দিষ্ট সময়ের মধ্যে পুনর্নবীকরণ করাতে হয় পারমিট, ধোঁয়া পরীক্ষা ইত্যাদি।

প্রতিটি যানবাহন চালানোর জন্য যেমন নির্দিষ্ট সময় অন্তর অন্তর সার্ভিসিং থেকে শুরু করে ফুয়েলের প্রয়োজন হয় ঠিক সেই রকমই এই সকল গুরুত্বপূর্ণ কাজগুলিও করাতে হয়। কিন্তু সময়ের অভাব থেকে শুরু করে বিভিন্ন কারণে লক্ষ্য করা যায়, এই সকল কাজ করা সম্ভব হয়না। রাজ্য পরিবহন দপ্তর (Transport Department West Bengal) সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে রাজ্যে প্রায় ১২ লক্ষ গাড়ির ট্যাক্স বকেয়া রয়েছে। অনেক গাড়ির আবার ফিটনেস পরীক্ষা থেকে শুরু করে পারমিট পুনর্নবীকরণও বাকি।

সরকারি নিয়ম অনুসারে এই সকল কাজ না করা হলে সেই সব গাড়ির উপর জরিমানা ধার্য করা হয়। এমনকি সময় যত পার হবে ততই গাড়ির উপর জরিমানার পরিমাণ বৃদ্ধি পাবে। তবে জরিমানার পরিমাণ বৃদ্ধি পেলেও সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বড় অফার দেওয়া হয়েছে গাড়ির মালিকদের। যারা এই সকল কাজ করাননি এবং তাদের জরিমানার পরিমাণ দেখতে দেখতে অনেক বেড়ে গিয়েছে তাদের জন্য এই বড় অফার দেওয়া হয়েছে।

আরও পড়ুন 👉 Jio-র ধামাকা ক্যাশব্যাক অফার! এই পদ্ধতিতে রিচার্জ করলেই মিলবে ১০০০ টাকা ছাড়

রাজ্য সরকারের তরফ থেকে বকেয়া কর জমা দেওয়ার জন্য যে বড় অফার দেওয়া হয়েছে তাতে যদি কোন গাড়ির মালিক ২০২৪ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে বকেয়া কর জমা দেন তাহলে তাকে কোনরকম জরিমানা স্বরূপ বাড়তি টাকা দিতে হবে না। কর না দেওয়ার জন্য যে জরিমানা চেপেছিল তা পুরোপুরি ভাবে মুকুব করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া এই অফার থাকবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বকেয়া কর জমা দেওয়ার ক্ষেত্রে এমন ছাড় দেওয়ার পাশাপাশি গাড়িগুলির ফিটনেস পরীক্ষা এবং পারমিট পুনর্নবীকরণের ক্ষেত্রেও বড় অফার দেওয়া হয়েছে। এক্ষেত্রে যদি গাড়ির মালিকরা ২০২৪ সালের ৩০ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাজটি সেরে ফেলেন তাহলেও তাদের আর কোনো জরিমানা দিতে হবে না। আবার ৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে যদি এই কাজ করা হয় তাহলে ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে জরিমানার উপর।