Lower Cost Abroad Travel: দার্জিলিং, সিকিমের থেকেও কম খরচে বিদেশ ভ্রমণ! টুক করে ঘুরেও আসা যায় এই দেশ

Antara Nag

Published on:

Advertisements

Travel abroad at a lower cost than Darjeeling, Sikkim: বাঙালি ভ্রমণ প্রিয়। আর ভ্রমন প্রিয় মানুষদের এদিক-ওদিক ঘুরতে চলে যাওয়াটা এক প্রকার নেশা। বিদেশ ভ্রমণের ইচ্ছে নেই এরকম পর্যটক খুঁজে পাওয়া খুবই মুশকিল। বহু পর্যটক নিজেদের সাধ্যের মধ্যে দেশের বাইরে এদিক-ওদিক ঘুরতে চলে যান বহু সময়। কিন্তু অনেকেই আছেন যাদের ইচ্ছে থাকলেও উপায় নেই। বিদেশ ভ্রমণের ইচ্ছে রয়েছে পুরো দমে, কিন্তু বাধা আর্থিক সমস্যা। তাদের জন্য সুখবর। কম খরচায় বিদেশ ভ্রমণ (Lower Cost Abroad Travel) করতে চাইলে, ঘুরে আসতে পারেন ভারতের এই প্রতিবেশী দেশ থেকে। খরচ একেবারেই আপনার সাধ্যের মধ্যেই থাকবে।

Advertisements

ভারতের একাধিক প্রতিবেশী দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। ভারতের সবথেকে কাছের বন্ধুদেশ বলা চলে বাংলাদেশকে। স্বাধীনতার আগে পর্যন্ত ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন দেশ হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতার পর ২ দেশের ভাগাভাগি হলেও মানুষের মধ্যে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ বলে তেমন কোন ভেদাভেদ ছিল না। অনায়াসে যাতায়াত করা যেত এক দেশ থেকে আরেক দেশ। কিন্তু বর্তমানে ২ টি দেশের যাতায়াত ব্যবস্থার মধ্যে যুক্ত হয়েছে একাধিক বিধি নিষেধ। রীতিমতো নিয়ম মেনে আন্তর্জাতিক পাসপোর্ট তৈরি করে তবেই এক দেশ থেকে আরেক দেশে যাওয়া সম্ভব। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটি থেকে বাংলাদেশের দূরত্ব খুবই কম। পশ্চিমবঙ্গ এবং পূর্ব বঙ্গ নামে পরিচিত বাংলাদেশের মধ্যে ভাষা, পোশাক-আশাক, খাদ্যাভ্যাস, এমনকি জীবন বৈচিত্রের মধ্যেও তেমন কোন পার্থক্য নেই। ২ দেশের মধ্যে পার্থক্য শুধুমাত্র কাঁটাতারের।

Advertisements

বিধি নিষেধ চালু থাকলেও, ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করা কিন্তু খুবই সোজা। ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করার জন্য চালু রয়েছে একাধিক ট্রেন, বাস, এমনকি প্লেন পরিষেবাও। তাই কম খরচে বিদেশ ভ্রমণ (Lower Cost Abroad Travel) করতে চাইলে আপনারা বেছে নিতে পারেন বাংলাদেশকে। নদীমাতৃক এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কোন পর্যটককে। বিখ্যাত মনীষীদের বাড়ি, সুন্দরবনের বেশ কিছুটা অংশ এবং একাধিক ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন আজও বিরাজমান বাংলাদেশে। বাংলাদেশের সোনারগাঁয়ে রয়েছে স্থানীয় শিল্পীদের একাধিক হস্তশিল্পের নিদর্শন। প্রায় ৫ হাজারেরও বেশি হস্তশিল্প ও লোকশিল্পের নিদর্শন সংরক্ষিত রয়েছে এই গ্রামে। এই দেশে গেলে আত্মীয়তার কোন খামতি অনুভব করবেন না আপনি। পর্যটকদের জন্য একাধিক বিলাসবহুল রিসোর্টের ব্যবস্থা রয়েছে এই দেশে।

Advertisements

আরও পড়ুন ? Jharna village in Darjeeling: দার্জিলিংয়ের ঝর্ণার গ্রাম! একবার গেলে গ্যারান্টি হারিয়ে যাবেন

নীলগিরি থেকে নীলাচল, মেঘনা থেকে মিরিঞ্জা। একাধিক দর্শনীয় স্থান রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। আপনি পাহাড়ি মেঘের ভেসে বেড়ানো দেখতে চান? তাহলে চলে যেতে হবে বাংলাদেশের সাজেকেতে। আবার যদি জঙ্গল বা ঝরনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে চলে যেতে পারেন বান্দারবনে। আবার চিরসবুজ চা বাগান দেখতে হলে, চলে যেতে হবে শ্রীমঙ্গল। যেহেতু সারা বছরই বাংলাদেশের এই সমস্ত এলাকায় পর্যটকদের ভিড় থাকে, তাই এখানকার পর্যটন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক রিসোর্ট। এদের মধ্যে কয়েকটি ৫ তারা রেটিং সম্পন্ন আধুনিক রিসোর্টও রয়েছে। বাংলাদেশের ভ্রমণস্থলগুলির মধ্যে জনপ্রিয়তার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে শ্রীমঙ্গলের চা বাগান সংলগ্ন এলাকা।

সূর্যাস্তের মোহময়ী রূপ দেখতে হলে, চট্টগ্রাম যেতেই হবে। এছাড়া এখানকার অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থল হল কক্সবাজার। কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। যার দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। এছাড়া এখানকার টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকরা বাংলাদেশ গেলে এই জায়গাটিতে অবশ্যই যান। এছাড়াও একাধিক বিনোদন ও পর্যটন কেন্দ্র রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। আপনি আপনার ভ্রমণ তালিকায় যুক্ত করতে পারেন কক্সবাজারে সেন্ট মার্টিন, ঢাকার লালবাগ কেল্লা, কুষ্টিয়ার ফকির লালন শাহের মাজার, সিলেটের জাফলং আরো কত কি! এই সমস্ত এলাকা ঘুরে দেখতে খরচও খুব একটা বেশি হবে না। সবচেয়ে কম খরচে বিদেশ ভ্রমণ (Lower Cost Abroad Travel) করতে চাইলে বাংলাদেশ এক্কেবারে উপযুক্ত জায়গা।

Advertisements