IRCTC Honeymoon Package: বউকে দিন বিয়ের সেরা গিফট! আইআরসিটিসির দিচ্ছে সস্তায় বিদেশ ভ্রমণের দারুণ সুযোগ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Travel abroad cheaply with IRCTC Honeymoon Package: ধুমধাম করে বিয়ে করার পর নবদম্পতিদের একটাই স্বপ্ন থাকে তা হল সুন্দর একটি জায়গায় মধুচন্দ্রিমায় যাওয়া। বহুদিন ধরে নব-দম্পতিরা নিজেদের হানিমুন নিয়ে প্ল্যান করতে থাকে। সবথেকে বড় প্রশ্ন হল হানিমুনে যাওয়ার জন্য আদর্শ জায়গা কোনটি? কিন্তু ঘুরতে যাব বললেই তো হয় না সবথেকে বড় প্রশ্ন হল বাজেট, টাকার কথা ভেবে অনেকেই শখ থাকলেও বিদেশ ভ্রমণের কথা কখনোই চিন্তা করেন না। কিন্তু সেই চিন্তা লাঘব করতে এগিয়ে এসেছে আইআরসিটিসি। কারণ IRCTC একটি দারুণ সাশ্রয়ী ট্র্যাভেল প্যাকেজ (IRCTC Honeymoon Package) নিয়ে এসেছে এবং যার বিস্তারিত তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন।

Advertisements

IRCTC-র এই নয়া চমকে বিদেশ ভ্রমণ করুন খুবই সস্তায়। মনের সুপ্ত বাসনা পূরণ করতে পারবেন এর মাধ্যমে। এই প্যাকেজে থাকা খাওয়া ঘোরা থেকে শুরু করে সমস্ত সুবিধা দেওয়া হবে। আপনি যদি এই প্যাকেজের (IRCTC Honeymoon Package) মাধ্যমে মধুচন্দ্রিমা সারতে চান তাহলে হোটেল বা ট্রেনের টিকিট বুকিংয়ে কোনও ঝামেলাই আপনাকে পোহাতে হবে না। আপনি চাইলেই উল্লিখিত প্যাকেজগুলি বুক করতে পারেন ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে। বুকিং করার জন্য IRCTC-র ওয়েবসাইট irctctourism.com-এ গিয়ে নিজের সুবিধা অনুযায়ী এই প্যাকেজটি নিতে পারেন। কোন কারনে যদি অনলাইনে টিকিট বুক করতে না পারেন, তাহলে কাছাকাছি রেলওয়ে বিভাগেও টিকিট বুক করতে পারেন।

Advertisements

থাইল্যান্ড ট্যুর অনেকেরই স্বপ্ন, তাই দেরি না করে এই প্যাকেজের বুকিং করে নিন। আইআরসিটিসির এই প্যাকেজের (IRCTC Honeymoon Package) মাধ্যমে আপনি যদি ঘুরতে চান তাহলে ভ্রমণের সময় পেয়ে যাবেন থ্রি স্টার হোটেলে থাকার সুযোগ। ইতিমধ্যেই বুকিং নেওয়া শুরু হয়ে গেছে এবং যাত্রা শুরু হয়েছে ২৮ অক্টোবর থেকে। এর যাত্রা শুরু হচ্ছে মুম্বই থেকে। থাইল্যান্ডের এই প্যাকেজটি হবে ৪ রাত ৫ দিনের জন্য। একা ভ্রমণকারী যাত্রীদের জন্য ফ্লাইটের ফি ৬৭,৩০০ টাকা। যেখানে দুই জনের জন্য জনপ্রতি ৫৮,৯০০ টাকা।

Advertisements

হানিমুন ডেস্টিনেশন হিসেবে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া খুবই আদর্শ জায়গা। আইআরসিটিসির এই প্যাকেজ শুরু হবে দিল্লি থেকে। ২১ নভেম্বর ২০২৩ থেকে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। এই প্যাকেজের দ্বারা যাত্রীরা ৬ রাত ৭ দিন ভ্রমণ করতে পারবেন। প্যাকেজের মধ্যে (IRCTC Honeymoon Package) অন্তর্ভুক্ত থাকবে টিকিটের মূল্য, সকালের জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার। একা ভ্রমণকারী যাত্রীদের ১৬৩৭০০ টাকা দিতে হবে। যদি দু’জন ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে ভাড়া জনপ্রতি ১৩৪৯৫০ টাকা হবে।

দুবাই বহু মানুষের কাছে স্বপ্নের জায়গা এবং তার মধ্যে যদি হয় হানিমুন তাহলে তো কথাই নেই। লোভনীয় এই প্যাকেজটি শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে। প্যাকেজের মূল্য শুরু হচ্ছে ৬৪,৯৯৯ টাকা থেকে। বহু দম্পতিকে এখানে সারা বছরই ভ্রমণ করতে দেখা যায়। স্বপ্নের এই নগরীতে আসলে অ্যাডভেঞ্চার থেকে শুরু করে উঁচু উঁচু বিল্ডিং সবই আপনি দেখতে পাবেন।

Advertisements