NBSTC Taxi Bus: একেবারে কম খরচে ঘুরে আসুন NJP থেকে দার্জিলিং, চালু হলো স্পেশাল ট্যাক্সিবাস

Prosun Kanti Das

Published on:

Advertisements

NBSTC Taxi Bus: ২০২৪ সালের ডিসেম্বর মাস চলছে, কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে চলতি বছর। নববর্ষ নিয়ে আসবে নতুন আশা এবং স্বপ্ন। নতুন বছর আসবে আর পর্যটকরা বাড়িতে বসে থাকবে তা হতে পারে না। শীতের আমেজ উপভোগ করতে বেরিয়ে পড়ুন রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। তবে এই শীতকালটা আবার পর্যটকদের বিশেষ পছন্দ পাহাড়। বছরের শুরুতে পাহাড়ে সময় কাটাতে চান বহু মানুষ। আর রাজ্যে পাহাড় বলতে সবার প্রথম পছন্দই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের গেটওয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে উত্তরবঙ্গের বিভিন্ন দিকে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। আজকের প্রতিবেদনে এই প্রসঙ্গেই আলোচনা করে নেওয়া হবে।

Advertisements

যারা উত্তরবঙ্গ ভ্রমণে যান তারা এনজেপি স্টেশনে নেমেই গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি ধরে থাকেন। এখানকার গাড়িচালকরা অপেক্ষা করে থাকে পর্যটকদের জন্যই। অনেক সময় অবশ্য লক্ষ্য করা গেছে পর্যটকরা গাড়ির ভাড়া নিয়ে কমবেশি ক্ষোভ প্রকাশ করেছে। চালকদের কাছে অবশেষে হার মানতে হয়েছে পর্যটকদের। এইসব পর্যটকদের জন্যই সুখবর! আর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না প্রাইভেট গাড়ির চালকদের। ট্যাক্সিবাস (NBSTC Taxi Bus) এল পর্যটকদের সমস্ত মুশকিল আসান করার জন্য।

Advertisements

শীতের ছুটিতে যদি উত্তরবঙ্গ ভ্রমণে যান তাহলে নিউ জলপাইগুড়ি বা এনজিপি স্টেশন থেকে বাইরে পা রাখতেই অপেক্ষা করে থাকবে ঝাঁ চকচকে ট্যাক্সিবাস। ভাড়া বেশি কম নিয়ে কোন সমস্যা হবে না পর্যটকদের। কারণ এই পরিষেবা যাত্রীদের দিচ্ছে স্বয়ং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম(NBSTC Taxi Bus)। দরদাম করা নিয়ে কোনও অসুবিধাই হবে না। ট্যাক্সি বাস এর শৈলশহর দার্জিলিং, মিরিক, কার্শিয়াংয়ে পর্যটকদের পৌঁছে দেবে নিগমের ট্যাক্সি বাস। যখনই বুকিং শুরু হয়েছে ভিড় চোখে পড়ার মতো ছিল। আবারও চালু হয়েছে শিলিগুড়ি–কলকাতা ও কোচবিহার–শিলিগুড়ি এসি বাস পরিষেবা। এই পরিষেবা শুরু হচ্ছে ১৫ ডিসেম্বর থেকে।

Advertisements

আরও পড়ুন:SBSTC New BusesSBSTC New Buses: যাত্রী পরিবহন ব্যবস্থা এখন আরও মসৃণ, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার হাতে এলো আরও ১৬০ টি নতুন বাস

তবে অনেকদিন ধরেই বন্ধ ছিল এসি বাসগুলো। ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি এবং পর্যটকদের জন্য এটা খুবই খুশির খবর। এই বাস চলবে শিলিগুড়ি থেকে কলকাতা এবং কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত। এরফলে বরাদ্দ করা হয়েছে পাঁচটি এসি বাস এবং এর পাশাপাশি কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত এসি বাস পরিষেবাও (NBSTC Taxi Bus)চালু হচ্ছে। ডিসেম্বর মাসে কোচবিহার থেকে অফিস টাইমে শিলিগুড়ি পর্যন্ত এসি বাস চলাচল শুরু হবে। সকাল আটটায় কোচবিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে এই বাস ছাড়বে।

মজাদার ব্যাপার হল একটি পরিবার চাইলে ৩০ সিটের বাসের সবটাই বুক করতে পারে। আবার অনেকগুলি পরিবার মিলিতভাবেও এই বাস ভাড়া করতে পারবেন। এই বাস পরিষেবা মিলবে এনজেপি স্টেশনের বাইরে এবং শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেও। বাস বুকিংয়ের জন্য খরচ পড়বে ৮ হাজার টাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আগামী ২৫ ডিসেম্বর থেকে নতুন বছর সারা মাসজুড়ে উত্তরবঙ্গে বেড়াতে আসেন। ট্যাক্সি বাস পরিষেবা এইসব পর্যটকদের জন্য একবারে পারফেক্ট। এছাড়াও কোচবিহার ও শিলিগুড়ি থেকে এসি বাস পরিষেবা ফের চালু হচ্ছে।

Advertisements