বড়দিন থেকে শুরু করে নিউ ইয়ার বাঙালিদের লম্বা ছুটি। আর এই ছুটিতেই বাঙালিরা ঘুরতে যাওয়ার প্ল্যান করে। ঘুরতে যাওয়ার এটা একেবারে মুখ্য সময়। তবে অনেকেই টাকার জন্য ঘুরতে যেতে পারেনা। এবার তাদের জন্য রইল এক সুখবর।
ঘুরতে যাওয়ার জন্য আর আগেই টাকা জমা দিতে হবে না। তাহলে? ট্রাভেল বুকিং পোর্টাল চালু করতে চলেছে এক নতুন স্কিম। কি সেই স্কিম? সেটি হল ‘ট্রাভেল নাও পে লেটার’ অর্থাৎ আজ ঘুরে আসুন কাল টাকা দিন। চলতি সপ্তাহেই শুরু হতে চলেছে এই স্কিম। শোনা যাচ্ছে, আপাতত কয়েকজন গ্রাহককে নিয়েই এই স্কিম চালু করা হচ্ছে। প্রথমে তাদের ক্রেডিট স্কোর কি, তাদের আর্থিক লেনদেনের কি হিস্ট্রি এই সকল পরীক্ষামূলকভাবে দেখে স্কিমটি চালু করা হবে।
ক্লিয়ার ট্রিপের চিফ বিজনেস অফিসার প্রহ্লাদ কৃষ্ণমূর্তি জানিয়েছেন যে, ধীরে ধীরে এই স্কিমের গ্রাহক বাড়ানো হবে। নাম শুনেই বোঝা যাচ্ছে যে, এটি হলো ভ্রমণের জন্য একটি লোন। ফিনটেক সংস্থা কোন গ্রাহকের ক্রেডিট স্কোর কেমন তারা খতিয়ে দেখবেন এবং সেই কারণে সংস্থাগুলির সঙ্গে টাই আপ করা হয়েছে। রিটেল ব্যবসার মতো বাই নাও পে লেটারের মত এটিও একটি ভ্রমণ লোন।
এই লোনের সাহায্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যাবে। ঘুরতে যাওয়ার আগে লোনের কিছুটা পরিশোধ করার যেতেও পারে কিংবা কোনো টাকা না দিয়েও ঘুরে আসা যেতে পারে। পরে কিস্তি মারফত লোন পরিশোধ করে দিতে হবে। নো কস্ট ইএমআই হিসেবেও টাকা পরিশোধ করা যেতে পারে অথবা সুদের হারেও টাকা পরিশোধ করা যেতে পারে, সবটাই নির্ভর করছে টাকার পরিমান হিসেবে।
ক্রেডিট কার্ডের কথা আজকাল সবাই জানেন। কেনাকাটার ক্ষেত্রেই এই কার্ড ব্যবহৃত হয় ভারতীয় নাগরিকদের কাছে এটি ভীষণই সুবিধার। তার সঙ্গে সঙ্গে টাকা পরে পরিশোধ করার উপায়ও রয়েছে। তবে এবার এসেছে এক নতুন ধরে স্কিম ‘বাই নাও পে লেটার’। তিন বছর ফিনটেক কোম্পানি বাজারে এই নতুন ব্যবসা শুরু করেছে এবং করোনার সময় এই ব্যবসা আরো বেড়েছে বলে জানা যায়।