Gorumara Trip: কম খরচে এই শীতে ঘুরে আসুন গরুমারা থেকে, পর্যটকদের জন্য সরকার খুলছে নয়া বাংলো

Prosun Kanti Das

Published on:

Advertisements

Gorumara Trip: ভ্রমণ করতে কি ভালোবাসেন? তাহলে এই দুর্দান্ত সুযোগ হাতছাড়া করবেন না। ভ্রমণপিপাসুদের জন্য খুলে দেওয়া হচ্ছে গরুমারার (Gorumara National Park) তিনটি বনবাংলো। দীর্ঘদিন যাবত এই বাংলো তিনটি সংস্কারের জন্য বন্ধ ছিল, এই শীতে পর্যটকরা জঙ্গলের অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন খুব সহজেই। সরকারের তরফ থেকে তিনটি বন বাংলো খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য এবং খুব কম খরচে জঙ্গলে থাকার অভিজ্ঞতার সঞ্চয় করতে পারবেন পর্যটকরা। আগের থেকে কটেজ প্রতি ভাড়া প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

গরুমারা অভয়ারণ্য (Gorumara Trip)গত ১৪ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। সকলেই জানেন যে বর্ষার সময় অভয়ারণ্য প্রতিবছরই বন্ধ থাকে। তাই পর্যটকরা বছরের এই বিশেষ সময় জঙ্গলে ঘোরার অভিজ্ঞতা লাভ করতে পারেন না। তবে বর্ষা বিদায়ের সাথে সাথে আবার নতুনরূপে পর্যটকদের স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে এই অভয়ারণ্য। যেসব পর্যটকরা জঙ্গল ভালোবাসেন তারা বছরে একবার অন্তত ঘুরে যাবেন এই জায়গা থেকে। কিন্তু এতদিন ধরে তিনটি বনবাংলো সংস্কারের কাজে বন্ধ ছিল। এবারের শীতে তা খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য।

Advertisements

আরো পড়ুন: কলকাতা থেকে খুব বেশি দূর নয়, এবার নৌকা চড়ে পিকনিক করে আসুন এই নদীর তীরে

রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে, গরুমারার (Gorumara Trip)আওতায় থাকা ঝুপঝোরা গাছবাড়ি, রামশাই কালীপুর ইকো ভিলেজ ও মৌচুকি ক্যাম্প সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছিল। শীতের ছুটিটা পর্যটকরা কাটাতে পারবেন এই বাংলোগুলোতে। তার উপরে সোনায় সোহাগ হল ভাড়া কমে যাচ্ছে এই বাংলোগুলোর। প্রতি কটেজে ভাড়া প্রায় ৪০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য অর্থাৎ এখন সেটি দাঁড়িয়েছে ১২০০ টাকা করে।

Advertisements

আরো পড়ুন: শীতের মরশুম শুরু হতেই ভিড় বাড়তে শুরু করেছে মুর্শিদাবাদে

শীতের এই বিশেষ সময়ে এমনিতেই পর্যটকদের আনাগোনা অনেকাংশে বেড়ে যায়। গরুমারা অভয়ারণ্যেও (Gorumara Trip)পর্যটকদের চাহিদা থাকে তুঙ্গে। এতদিন ধরে পর্যটকদের চাপ সামলাতে অসুবিধাই হচ্ছিল এই অভয়ারণ্যের। তিনটি কটেজ বর্তমানে খুলে দেওয়া হচ্ছে ফলে আর অসুবিধা হবে না পর্যটকদের। ফলত কটেজ আবারও খুলে দেওয়ার দাবি উঠতে শুরু করেছিল। শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়ে অতিথিদের জন্য খুলে দেওয়া হচ্ছে কটেজগুলোর দরজা। সংস্কারের কাজের পর আগামী ২ ডিসেম্বর মাস থেকেই ট্যুরিস্টরা আবারও ঝুপঝোরা গাছবাড়ি, রামশাই কালীপুর ইকো ভিলেজ ও মৌচুকি ক্যাম্পে থাকতে পারবেন।

এখানে আসতে গেলে কিভাবে বুক করতে হবে এই বন বাংলো? অনলাইন মাধ্যমের পাশাপাশি অফলাইন মাধ্যমেও টিকিট কাটার দুর্দান্ত সুযোগ রয়েছে। এই তিনটি বনবাংলো ছাড়াও গরুমারায় যদি ঘুরে দেখতে চান তাহলে গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন হর্নবিল, মূর্তি, পানঝোরা, রাইনো সহ মোট সাতটি বনবাংলোতে থাকতে পারবেন।

Advertisements