Travel tips: দিঘা, পুরি অনেক হল! এবার পাড়ি দিন ঝরনার রাজ্যে, মন জুড়িয়ে যাবে গ্যারান্টি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Visit the Kingdom of Jharna during the Puja holidays: দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জনপ্রিয় পর্যটন (Travel tips) গন্তব্য। বাঙালির ভ্রমণ তালিকায় দার্জিলিং এর নাম থাকবে না তা হতেই পারেনা। এখানকার প্রাকৃতিক মোহ আপনাকে আকৃষ্ট করবে বারবার। দার্জিলিং ছাড়াও বর্তমানে মানুষ এখানকার আশপাশের অন্যান্য অফবিট জায়গাগুলিকে বেশি পছন্দ করছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই শহরটিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে। দার্জিলিংয়ের কাছেই অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম রয়েছে যার নাম সাকিয়ং। এই গ্রামটিকে ‘ঝরনার রাজ্য’ বলা হয়। কেননা এখানে প্রায় ৫০টিরও বেশি ঝরনা রয়েছে।

Advertisements

সাকিয়ং গ্রামটি দার্জিলিং থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। পেডং থেকে কাগে যাওয়ার পথে তিন কিলোমিটার এগোলে পৌঁছে যাওয়া যায় সাকিয়ং। এই গ্রামটি একটি নিরিবিলি এবং নির্জন জায়গা। এখানে মাত্র ১৫ থেকে ২০টি বাড়ি রয়েছে। গ্রামটিকে ঘিরে রয়েছে পাহাড়, বন এবং ঝরনা। সাকিয়ং গ্রামটিতে পর্যটকরা বিভিন্ন রকম বিনোদন উপভোগ করতে পারেন। এখানে ঝরনা ভ্রমণ, পাহাড়ি ট্যুর, ট্রেকিং, ক্যাম্পিং, এবং নদীতে নৌকা ভ্রমণ করা যায়।

Advertisements

এই গ্রামটি মূলত দার্জিলিং এর লাগোয়া বলে সৌন্দর্য অতুলনীয়। কারণ এখানে কয়েক মিটার দূরত্বে একের পর এক ঝরনা আছে। এটিকে তাই ঝরনার রাজ্য বলে আখ্যা দিলেও ভুল বলা হবে না। এখানে ৫০ টিরও বেশি জলপ্রপাত রয়েছে। যেগুলোর প্রতিটির আলাদা বাঁক, আলাদা গতি আছে, আর আছে পৃথক সৌন্দর্য। এখানের ঝরনাগুলো খুব কাছাকাছি। যেন একটির গা দিয়ে আরেকটি বয়ে চলেছে। কোনো ঝর্না ছোট, কোনটি মাঝারি, কোনটি আবার অনেকটা বড়।

Advertisements

অনেকেই কিন্তু জানেন না এই অফবিট লোকেশনের (Travel tips) কথা। একেবারে নিরিবিলি নির্ঝঞ্ঝাট একটি জায়গা। অনেকে হয়তো ভাবতে পারেন সিকিমেও একটি সাকিয়াং রয়েছে। কিন্তু এটি আসলে উত্তরবঙ্গের সাকিয়ং। তাই গুলিয়ে ফেলবেন না। আপনি আশা করি সমুদ্রের কাঁকড়া অনেক দেখেছেন কিন্তু পাহাড়ের কাঁকড়া কতজন দেখেছেন। সাকিয়ংয়ে রয়েছে ছোট্ট একটি পাহাড়ি নদী, তার উপর আছে একটি সেতু। এখানে অনেক রকমের প্রজাপতি দেখা যায়। নদীর শীতল জলে পা ডুবিয়ে বসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। নদীর পাড়েও আছে বেশ কয়েকটা হোম স্টে। এখানে রাত্রি যাপনেরও সুবন্দোবস্ত আছে, পুজোয় ঘুরে যেতে পারেন দার্জিলিংয়ের কাছেই এই ছোট্ট জায়গায়।

আপনি চাইলেই দার্জিলিং বা পেডং থেকে যে কোনও গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। ভাড়া কিন্তু শ-পাঁচেক টাকা নেবে। কিন্তু টুরিস্ট সিজনে কিছুটা বেশি হতে পারে। এখানে হোম স্টে গুলির ভাড়া আপনার সাধ্যের মধ্যেই। এখানকার খাওয়া-দাওয়া অবশ্যই আপনার মুখে লেগে থাকবে। তাই পুজোর ছুটিতে পরিবারের সাথে দার্জিলিং গেলে একবার ঘুরে আসতে পারেন সাকিয়াং থেকে।

Advertisements