Honeymoon destinations: বিয়ের পর নিশ্চিন্তে হানিমুন মানাতে চান দক্ষিণ ভারতে! রইল ৫ ঠিকানা

Prosun Kanti Das

Published on:

Travel with your loved ones for Honeymoon in these 5 destinations of South India: সামনেই শুরু হচ্ছে বিয়ের মরশুম। বিয়ের পর মনের মানুষের সঙ্গে প্রথমবার কোথাও বেড়াতে গিয়ে সুন্দর প্রকৃতির মাঝে একান্তে কিছুটা সময় কাটাতে চান নিশ্চই? আজ এই প্রতিবেদনে আপনাদের এমনই কয়েকটি হানিমুন ডেস্টিনেশন (Honeymoon destinations)-এর সন্ধান দেবো, যেগুলি অবস্থিত আমাদের এই দেশের মধ্যেই। হানিমুনের জন্য অনেকেই দক্ষিণ ভারতের নাম তালিকাতে রাখেন। কিন্তু দক্ষিণ ভারত তো কোনো ছোট জায়গা নয়। তবে ভাবছেন তো দক্ষিণ ভারতের ঠিক কোন জায়গা আপনার মধুচন্দ্রিমার জন্য একেবারে আদর্শ হয়ে উঠবে? পাহাড়, জঙ্গল, নদী, ঝরনা, হ্রদ, উদ্যান এবং চা বাগানের সৌন্দর্যে ভরপুর যে পাঁচটি শহরের কথা আজ জানাবো, মধুচন্দ্রিমার একান্ত সময় কাটাতে ঘুরে আসতেই পারেন সেই জায়গা থেকে।

১) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ- মধুচন্দ্রিমার গন্তব্য (Honeymoon destinations) হিসাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ একটি আদর্শ জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য তো এখানে রয়েছে। সেই সঙ্গে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য স্কুবা ডাইভিং সহ একাধিক আধুনিক জলক্রীড়ার ব্যবস্থাও করা হয়েছে এখানে। এ ছাড়া সমুদ্রতট এবং সমুদ্রের মাঝে অবস্থিত দ্বীপপুঞ্জ গুলি আপনাকে যেমন মুগ্ধ করবে ঠিক তেমনি নতুন দম্পতি হিসেবে একান্তে কিছুটা সময় কাটানোর আদর্শ জায়গা হবে এটি। তাই মধুচন্দ্রিমার গন্তব্য হিসেবে অবশ্যই বেছে নিতে পারেন এই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জকে।

২) উটি- ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানের সঙ্গে ট্রেনের উপর শাহরুখ খানের নাচ দেখে সেই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়েছিলেন অগণিত মানুষ। বিয়ের পর নিজের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে এই জায়গাটি (Honeymoon destinations) থেকেও ঘুরে আসতে পারেন। নীলগিরি পর্বতের কোলে অবস্থিত তামিলনাড়ুর ছোট্ট এই শহর, যার নাম উটি। এই স্থানের পাহাড়, লেক এবং চা বাগানের সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। উটি কিংবা এমারেল্ড হ্রদে নৌকাবিহারও আপনাদের বিবাহিত জীবনের একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে।

৩) মুন্নার- কেরলে অবস্থিত একটি জনপ্রিয় শৈলশহর হল মুন্নার। সমতল থেকে প্রায় ৫২০০ ফুট উঁচুতে অবস্থিত এই শহর। এখানে প্রায় সারা বছরই শীতকাল বিরাজ করে। কোচি থেকে মুন্নারের দূরত্ব ১৩০ কিলোমিটার। পাহাড়ের ধাপে ধাপে চা বাগান, বিভিন্ন মশলার বাগান, ঝর্না, হ্রদ এবং নদী এই সব মিলিয়ে জায়গাটি আপনাকে মুগ্ধ করবে। শহরের কোলাহল থেকে দূরের নিরিবিলি পাহাড়ের বুকে মেঘ-বৃষ্টির খেলা দেখতে দেখতে মনের মানুষটিকে নিয়ে কটা দিনের জন্য ঘুরে আসতেই পারেন সেখান থেকে।

৪) কুর্গ- পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত কোদাগু জেলার অন্তর্গত ছোট্ট একটি জনপদ হল কুর্গ। উঁচু-নিচু পাহাড়, সেই পাহাড়ের বুক চিরে উঠে যাওয়া আঁকাবাঁকা পথ, পাহাড়ি ঝরনা এবং কফির খেত, সব মিলে অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করে এই স্থানে। এখানে কাবেরী নদীতে রিভার র‌্যাফটিং ও করতে করেন মনের মানুষের সাথে।

৫) পুদুচেরি- সমুদ্র সৈকতের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সেইসঙ্গে নির্জনতার পরিবেশে (Honeymoon destinations) প্রিয় মানুষটির সঙ্গে হারিয়ে যেতে চাইলে পুদুচেরি আপনার কাছে মধুচন্দ্রিমার আদর্শ স্থান হয়ে উঠবে। এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে ঋষি অরবিন্দ এবং শ্রীমায়ের স্মৃতি। এক সময় ফরাসি উপনিবেশ এর ছাপ এখনও এখানে স্পষ্ট ভাবে দেখা যায়। প্রিয়জনের সঙ্গে নিশ্চিন্তে কটা দিন কাটাতে চাইলে কি জায়গাটি আপনাদের পছন্দ হবেই।