If traveling without ticket, you will be punished not only fine: ভারতীয় রেল দেশের গণপরিবহন গুলোর মধ্যে সবথেকে বৃহত্তম। যা শিরা উপশিরার মতো ছড়িয়ে আছে গোটা দেশে। দূর হোক কিংবা কাছে আমরা যে কোন জায়গায় সহজেই স্বল্প ব্যয় পৌঁছে যেতে পারবো ট্রেনে করে। সাধারণ মানুষের কাছে এটি সাশ্রয়ী এবং আরামদায়ক যাত্রা। তবে ভারতীয় রেলের কিছু নিয়মকানুন আছে যা সবাইকেই পালন করতে হয়। যেমন বিনা টিকিটে যাত্রা (Without Ticket Travelling) করলে তার জন্য পেতে হবে জরিমানা এবং শাস্তিও।
লোকাল কিংবা দূরপাল্লার ট্রেনে আমরা সবাই কম বেশি যাতায়াত করেছি। যখনই আমরা ট্রেনে যাতায়াত করি অনেক সময়ই চোখে পড়ে ভারতীয় রেলের নানারকম নিয়ম। ট্রেন নোংরা করা বা লাইন পার করা থেকে শুরু করে বিনা টিকিটে ভ্রমণ (Without Ticket Travelling), ট্রেনে সিগারেট বা মদ্যপান- এইসব কিছুর জন্যই কড়া নিয়ম রয়েছে। আপনি যদি এটি ভাঙেন তাহলে আপনাকে ফাইন বা জরিমানা দিতে হবে, এমনকি হাজতবাসও করতে হতে পারে। তাই জেলে যেতে না চাইলে নিয়ম সম্পর্কে ভালোভাবে জানুন।
এমন বহু মানুষ আছে যারা বিনা টিকিটে ভ্রমণ করে (Without Ticket Travelling), কিন্তু এটি সম্পূর্ণভাবে নিয়ম বিরুদ্ধ। ২৫০ টাকা জরিমানা দিতে হয় এর জন্য। এরসঙ্গে আপনি কত কিলোমিটার যাত্রা করেছেন, সেই দূরত্ব অনুযায়ী টিকিটের দামও দিতে হবে। কেউ যদি টাকা না দেয় বা জরিমানা দিতে অস্বীকার করে, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের হাতে তুলে দেওয়া হবে এবং রেলওয়ে আইনের ১৩৭ ধারায় আটক করা হবে। ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে, তখন তাকে ১০০০ টাকা অবধি জরিমানা দিতে হবে।
এছাড়া আরেকটি বিষয় সম্পর্কে আমাদের ভালোভাবে অবগত থাকতে হবে, যদি আপনি ই-টিকিট নিয়ে ভ্রমণ করেন, তাহলে সঙ্গে অবশ্যই পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক। কোনো কারণে যদি পরিচয়পত্র আপনি দেখাতে না পারেন, তাহলে আপনাকে বিনা টিকিটের যাত্রী (Without Ticket Travelling) হিসাবেই গণ্য করা হবে এবং একই জরিমানা নেওয়া হবে।
ভারতীয় রেলের আরেকটি বিষয় আমাদের হয়তো জানা নেই, সেট হলো আপনি যদি হাফ টিকিটে ভ্রমণ করেন বা সাধারণ টিকিটে প্রথম শ্রেণির কামরায় ওঠেন বা আপনার সঙ্গে থাকা সন্তানের টিকিট না থাকে, এমন পরিস্থিতিতে আপনাকে ন্যূনতম ২৫০ টাকা জরিমানা দিতে হবে।