Treasure Found in Kerala: মাটি খুঁড়তেই বেরিয়ে এলো যকের ধন, মিলল সোনা, রুপো, মুক্তো! তবে বড়লোক হওয়ার সুযোগ হাতছাড়া গ্রামবাসীদের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Treasure Found in Kerala while labors while cultivating on field: প্রায় শোনা যায় এদেশের বিভিন্ন জায়গায় মাটি খুঁড়লে বেরিয়ে আসে প্রাচীন নানা ধরনের মূল্যবান সম্পদ। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে সম্প্রতি। মাটি খোঁড়া হচ্ছিল আসলে জলের জন্য কিন্তু যেই শ্রমিকেরা ৪ ফুট গভীর গর্ত খুঁড়েছে অমনি অবাক হওয়ার মতো অবস্থা। মাটি কোপাতে গিয়ে আওয়াজ হয় ভারি কোন ধাতুর। সন্দেহবশত মাটি খুঁড়তে বেরিয়ে আসলো প্রাচীন যুগের অমূল্য সব সম্পদ (Treasure Found in Kerala) যার বাজারদর কল্পনার বাইরে। সোনা রুপো থেকে শুরু করে প্রাচীন মুদ্রা কি নেই তাতে।

Advertisements

এই আশ্চর্য ঘটনার সাক্ষী হয়ে রয়েছে কেরলের কান্নুর জেলার অধিবাসীরা। আসলে সেই অঞ্চলে চাষের জন্য বৃষ্টির জল ধরে রাখতে হয় এবং তার জন্য প্রয়োজন গর্ত। এই চাষের জলের গর্ত খুঁড়তে গিয়ে বেরিয়ে আসলো প্রাচীন যুগের ধন-সম্পদ (Treasure Found in Kerala)। একদল মহিলা শ্রমিক এই গর্ত খোঁড়ার কাজে ব্যস্ত ছিল এবং তখনই তারা খুঁজে পায় এই সম্পদ।

Advertisements

প্রথমে তাদের চোখে পড়ে এক অদ্ভুত ধরনের পাত্র, যাকে তারা প্রথমাবস্থায় ল্যান্ডমাইন ভেবে ভয় পেয়ে গেছিল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কের কারণে বম স্কোয়াড পর্যন্ত উপস্থিত হয়ে পড়ে সেই ঘটনাস্থলে। স্থানীয় পুলিশ প্রশাসন পর্যন্ত আসে ঘটনাটির তদন্ত করতে। কি ছিল সেই গর্তের নিচে আসুন জেনে নিই এই প্রতিবেদনটির মাধ্যমে।

Advertisements

আরও পড়ুন ? Gold Loan Interest: সোনার বদলে টাকা, কোন ব্যাঙ্কে কম খরচে দেবে আপনাকে দুর্দান্ত সুবিধা

আসলে স্থানীয় অঞ্চলের অধিবাসীরা বুঝতে পারেনি কি ছিল সেই পাত্রের ভিতরে। যখনই বম্ব স্কোয়াডের কর্মীরা পাত্রটি নাড়াচাড়া করে তার ভিতর থেকে বেরিয়ে আসে সোনা, রুপো এবং প্রাচীন মুদ্রা (Treasure Found in Kerala)। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া জিনিসগুলির মধ্যে রয়েছে ১৩টি সোনার লকেট, ১৭টি মুক্তোর মালা, চারটি বড় সোনার নেকলেস, সোনার আংটি, কানের দুল এবং প্রচুর রুপোর কয়েন। তবে সেই সম্পদ কিন্তু সেখানকার অধিবাসীদের প্রাপ্য নয় বরং তা চলে গেছে প্রশাসনের হেফাজতে।

পুলিশ তৎক্ষণাৎ সমস্ত মূল্যবান জিনিস নিজেদের হেফাজতে করে নিয়েছে। এই খবর চলে যায় সরাসরি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের কাছে। উদ্ধার হওয়া ধাতুগুলি এখন ভারত সরকারের সম্পদ। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের কাছে এই সমস্ত সম্পদের গুরুত্ব অনেকটাই বেশি।

Advertisements