আর কষ্ট কিসের, তরতরিয়ে ওঠা যাবে গাছে, এসে গেল অভিনব স্কুটার

Antara Nag

Published on:

Advertisements

আপনি নিশ্চয়ই মানুষ এবং প্রাণীদের দ্রুত গাছে উঠতে দেখেছেন, কিন্তু আপনি কি কখনও শুনেছেন যে একটি স্কুটার কয়েক সেকেন্ডে গাছে উঠতে পারে? একটা স্কুটার কিভাবে গাছে উঠতে পারে সেটা পড়ে শুনেও আপনি নিশ্চয়ই ভাবছেন?

Advertisements

আসলে এই আশ্চর্যজনক আবিষ্কার (Amazing Invention) করেছেন দেশের এক কৃষক। কর্ণাটকের ম্যাঙ্গালুরুর কৃষক গণপতি ভট্ট এমন একটি স্কুটার তৈরি করেছেন। যেটি মাত্র ৩০ সেকেন্ডে লম্বা গাছের উচ্চতায় উঠতে পারে। তিনি এই স্কুটারটির নাম দিয়েছেন ‘ট্রি স্কুটার’ (Tree Scooter)।

Advertisements

শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka) বিভিন্ন সময়ে নানাবিধ ভিডিয়ো শেয়ার করে থাকেন। অভাবনীয় কিছু টেকনিকের ভিডিয়োও (Viral Video) শেয়ার করেন তিনি, যা দেখে সকলে অবাক হয়ে যায়। আবারো এক অনবদ্য টেকনিকের ভিডিয়ো দেখালেন মিস্টার গোয়েঙ্কা। বাজারে এমনই এক স্কুটার (Tree Climbing Scooter) বেরিয়েছে, যার সাহায্যে কয়েক সেকেন্ডে উঠে পরা যাবে গাছের মগ ডালে।

Advertisements

দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে যে সব জায়গায় সমুদ্র রয়েছে, সেখানে অনেক লম্বা নারকেল গাছ থাকে। আর লম্বা লম্বা নারকেল গাছ থেকে মানুষের নারকেল পাড়তে সত্যিই অসুবিধে হয়। তার থেকেও বড় কথা হল, এত লম্বা নারকেল গাছে ওঠার বিষয়টি যথেষ্ট ঝুঁকিপূর্ণও বটে। মিস্টার গোয়েঙ্কা যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে দেখা গেল সাইকেলের মতোই একটি কাঠামো, যা গাছের সঙ্গে অ্যাটাচ করা থাকছে। চালক একটা সুইচ প্রেস করছেন আর গাছের উপরের দিকে চলে যাচ্ছেন।

হর্ষ গোয়েঙ্কা যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তার ক্যাপশনে লেখা হয়েছে, এই স্কুটার আপনাকে ২৭৫ ফুট বা ৮৪ মিটার লম্বা গাছে মাত্র ৩০ সেকেন্ডেই উঠিয়ে দেবে। গাছে চড়তে সাহায্যকারী এই স্কুটারটি নেভিগেট করা যেতে পারে সোজা দাঁড়িয়ে রয়েছে এমন কোনও গাছে বা হাল্কা বাঁকা অবস্থায় রয়েছে, সেই সব গাছেও। এছাড়াও এর সাহায্যে দ্রুত পোলেও ওঠা যেতে পারে। ভিডিয়োটি এতটাই ভাইরাল হয়েছে যে, অল্প সময়ের মধ্যেই তার ভিউ ৭৪০k হয়ে গিয়েছে। আর এই স্কুটারটির অনন্য কাঠামো দেখে লোকজন অবাক হয়ে গিয়েছেন।

Advertisements