Vande Bharat Sleeper Trial: সফল হলো নতুন বন্দে ভারতের ট্রায়াল, ভিডিও প্রকাশ্যে আনলো রেল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vande Bharat Sleeper Trial: ভারতীয় রেল হলো দেশের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড। ভারতীয় রেলের বিকল্প পরিবহন ব্যবস্থা খুঁজে পাওয়া যাবে না। সমাজের যেকোন স্তরের মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ভারতীয় রেল। সম্প্রতি ভারতীয় রেলের একটি জনপ্রিয় আধুনিক প্রযুক্তির ট্রেনের নিদর্শন হলো বন্দে ভারত এক্সপ্রেস। খুব শীঘ্রই বন্দে ভারতের স্লিপার ট্রেন চালু হওয়ার অপেক্ষায়৷ ইতিমধ্যেই সফল হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান৷ গত তিন দিনে এই বন্দে ভারত স্লিপার ট্রেন ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিবেগে ছুটল৷ ভারতীয় রেলের এটি একটি যুগান্তকারী সাফল্য।

Advertisements

ভারতীয় রেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, পুরো জানুয়ারি মাস জুড়েই বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Trial ) ট্রায়াল রান চলবে৷ সকল ট্রায়াল রান সফল হলে তারপরে যাত্রী পরিষেবায় নামানো হবে নতুন বন্দে ভারতকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সফল ট্রায়াল রানের ভিডিও পোস্ট করেছে নিজের এক্স হ্যান্ডেলে।

Advertisements

রেলমন্ত্রীর পোস্ট করা ৩২ সেকেন্ডের এই ভিডিওতে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Trial ) ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটে চলেছে নির্বিঘ্নে। এমনকি সর্বোচ্চ গতিতে ছোটার পরও কোনরকম ঝাঁকুনি অনুভূত হচ্ছে না৷ আশ্চর্যের বিষয়গুলো জলের গ্লাস রেখে দিলে সেটিও একেবারেই নড়ছে না। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে এই ট্রায়াল রান করা হয়৷

Advertisements

আরও পড়ুন:Vande Bharat ScheduleVande Bharat Schedule: নতুন বর্ষের শুরুতেই বদলে যাচ্ছে বন্দে ভারতের সময়সূচি, দেখে নিন একনজরে

ট্রায়াল রানের বিষয়ে রেলমন্ত্রক জানিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Trial ) বৃহস্পতিবার রাজস্থানের বুন্দি জেলার কোটা এবং লাবন স্টেশনের মধ্যে তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করছে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে। এর আগে রোহল খুর্দ এবং কোটার মধ্যে ট্রায়াল রানের সময়ও ১৮০ কিলোমিটার গতিতে ছোটে বন্দে ভারত স্লিপার৷

নতুন এই বন্দে ভারত স্লিপার ট্রেনটির ট্রায়াল পর্ব শেষ হওয়ার পরই কমিশনার অফ রেলওয়ে সেফটির নজরদারিতে ট্রেনটিকে সর্বোচ্চ গতিতে চালানো হবে। বন্দে ভারত স্লিপার ট্রেনটি কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেলে তারপরেই নামবে যাত্রী পরিষেবায়। রেল মন্ত্রকের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লেখা হয়েছে যে, যদি একবার এই স্লিপার ট্রেনের ট্রায়াল সফল হয় তাহলে কাশ্মীর থেকে কন্যাকুমারী, দিল্লি থেকে মুম্বাই, কলকাতা থেকে চেন্নাইয়ের মতো লম্বা সফরে এরা পেতে চলেছে এক বিশ্বমানের যাত্রা করার অভিজ্ঞতা।

Advertisements