হিমাদ্রি মণ্ডল : বীরভূমের আহমেদপুর ফাঁড়ির অন্তর্গত সাংরা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর বেলা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গিয়েছে, এদিন দুপুর বেলা সাঁইথিয়া বিধানসভায় বিজেপির প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে একটি মিছিল বের হয়। সেই মিছিলটি তৃণমূলের ওই দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপি সমর্থকদের সাথে তৃণমূল সমর্থকদের বচসা বাঁধে। তখনই ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মী সমর্থকরা লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায়। পাল্টা তৃণমূল কর্মী সমর্থকরা বাঁশ লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। মুহূর্তে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরবেলা তারা তাদের দলীয় কার্যালয়ে মিটিং করছিলেন। ঠিক সেই সময় বিজেপির মিছিল থেকে প্রায় দেড়শ জন দলীয় কার্যালয়ের দিকে ইটপাটকেল ছুঁড়তে শুরু করেন। দলীয় কার্যালয়ের সামনে থাকা বাইক ভাঙচুর করা হয়। তাদের আরও অভিযোগ যারা হামলা চালিয়েছে তারা মদ্যপ অবস্থায় ছিল।
তৃণমূল কর্মী সমর্থকদের আরও অভিযোগ, ঘটনার সময় এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। এরপর যখন আমাদের আরও কর্মী-সমর্থকরা জড়ো হন সেই সময়ে বিজেপির লোকজন পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে পুলিশও চলে যায়। এই ঘটনায় কমকরে ১০ থেকে ১২টি বাইক ভাঙচুর করা হয়েছে। ইটপাটকেলের আঘাতে ১০ থেকে ১২ জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
[aaroporuntag]
তৃণমূল কর্মী সমর্থকদের এই দাবি দেওয়ার পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু তৃণমূল নয়, বিজেপিরও একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। আহমেদপুর ফাঁড়ির পুলিশ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাঁইথিয়া এবং বোলপুর থেকে পুলিশ আনা হয়।