বিজেপি কর্মীর নির্মিয়মান বাড়িতে বিস্ফোরণ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই ক্রমেই চরছে বাংলা তথা বীরভূমের রাজনৈতিক পারদ। রাজনৈতিক পারদ চড়ার পাশাপাশি উদ্ধার হচ্ছে ড্রাম ভর্তি বোমা। আর এই রকম পারদ চড়া মুহূর্তেই এক বিজেপি কর্মীর নির্মীয়মান বাড়িতে বোমা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

Advertisements

ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রামে গতকাল গভীর রাতে। বসহরি গ্রামে পদুমা গ্রাম পঞ্চায়েতের পাশেই সুভাষ পাল সহ সাত ভাই একসঙ্গে একটা বিশালকার নবনির্মিত বাড়ি তৈরি করাচ্ছেন। সেই বাড়িতেই এই ঘটনা ঘটে।

Advertisements

নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করে সুভাষ পালের অভিযোগ, “বিজেপি করার অপরাধে তৃণমূলের দুষ্কৃতীরা তার নির্মিয়মান বাড়িতে ডিনামাইট ফাটিয়ে পালিয়ে যায়।”

Advertisements

অন্যদিকে বিজেপি রাজ্য কমিটির সদস্য রামকৃষ্ণ রায়ের অভিযোগ, “গত কয়েকদিন আগে অমিত শাহ-র রোড শোয়ের দিন বিজেপি কর্মীদের উপর তৃণমূল আক্রমণ করতে এলে সেই সময় বিজেপি কর্মীরা রুখে দাঁড়ালে পিছু হটে তৃণমূলীরা। তারই বদলা নিতে এদিন মাঝরাতে ডিনামাইট বিস্ফোরণ করা হয়েছে।”

যদিও এই অভিযোগ অস্বীকার করে বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি অভিজিৎ সিংহ দাবি করেছেন, “ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের কোন যোগ নেই। বিজেপি কর্মীরা হয়তো ওই বাড়িতে বোমা মজুদ করছিলেন পরে তৃণমূল কর্মীদের অথবা সাধারণ মানুষের উপর আক্রমণ করার পরিকল্পনা নিয়ে।”

ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। কে বা কারা এই বিস্ফোরণ ঘটালো এবং যে বিস্ফোরণটা ঘটেছে ওটা কি বোম, নাকি বেল বোম তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements