Triumph Motorcycles: ভারতে মধ্যবিত্ত শ্রেণীর আয় বাড়ার সাথে সাথে প্রিমিয়াম মোটরসাইকেলের চাহিদাও বেড়েছে। ভারতীয়রা এখন বেশি করে বাইককে একটি লাইফস্টাইল স্টেটমেন্ট হিসেবে দেখছেন। ব্রিটিশ মোটরসাইকেল জায়ান্ট Triumph ভারতীয় বাজারে তাদের দখল জোরদার করতে প্রস্তুত। প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে নতুন মডেল এবং আকর্ষণীয় অফারের মাধ্যমে তারা ভারতীয় গ্রাহকদের মন জয় করতে চাইছে। আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিতভাবে।
ব্রিটেনের এই বাইক নির্মাণকারী সংস্থা (Triumph Motorcycles) তাদের Speed 400-এর উপর ভিত্তি করে মার্কেটে আনছে এক নয়া মডেল। আগামী ১৭ সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ করা হবে এটি। বাইকটি নিও-রেট্রো গোত্রের। ট্রায়াম্ফ এদেশে সবচেয়ে সস্তার দুটি বাইক লঞ্চ করেছিল, Triumph Speed 400 ও Scrambler 400 X। এদেশের বাইকপ্রেমীদের মধ্যে যা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। ব্রিটেনের এই সংস্থা এবার তৃতীয় মডেলটি আনতে চলেছে। বাইকটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক এই বিশেষ প্রতিবেদনে।
ভারতীয় বাজারে Triumph-এর (Triumph Motorcycles) প্রধান প্রতিযোগী হল Harley-Davidson, Ducati এবং BMW Motorrad। এই প্রতিষ্ঠানগুলিও ভারতীয় বাজারে তাদের উপস্থিতি জোরদার করতে কাজ করছে। মার্কেটে আসন্ন বাইকটি Speed 400-এর উপর ভিত্তি করে লঞ্চ করা হবে। বাইকটিতে থাকবে ব্যাজিং ও বার এন্ড মিরর। স্পিড ৮০০-এর উপর নির্ভর করে এই কোম্পানিটি একটি সেমি ফেয়ার্ড ক্যাফে রেসার মডেলের উপর কাজ চালাচ্ছে।
আরো পড়ুন: চলে এলো রয়াল এনফিল্ডের বিকল্প, ৯৪২ টাকায় পেয়ে যান দুর্দান্ত বাইক
বাইকটি নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে ভারতীয় মার্কেটে। সূত্র মারফত জানা যাচ্ছে যে, নয়া বাইকটির নামকরণ হতে পারে Thruxton 400। নেকেড বডি ওয়ার্ক যুক্ত আসন্ন মডেলটি ডিজাইনের দিক থেকে Thruxton 1200-এর কাছাকাছি হবে। Triumph ভারতীয় বাজারে তাদের দখল জোরদার করতে নানা ধরনের কৌশল অবলম্বন করছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ৪০০ সিসির এই বাইক Triumph Speed 400-এর (Triumph Motorcycles) নয়া ভ্যারিয়েন্ট হতে পারে। আশা করা যাচ্ছে অন্যান্য বাইকের তুলনায় হয়তো এটি সস্তা হতে পারে। তবে, Speed 400-এর বর্তমান বাজারমূল্য ২.৩৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ভবিষ্যতে Triumph ভারতীয় বাজারে আরো বেশি সাফল্য অর্জন করবে বলে আশা করা যায়।