Trudeau-Trump: কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে শুল্ক-যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রনায়কের পদে আসীন হওয়ার পর থেকেই কানাডার আমদানিকৃত পণ্যে চড়া শুল্ক আরোপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি প্রতিশোধ নিতে মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করল কানাডা। কানাডা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, আগামী ২১ দিনের মধ্যে প্রধানমন্ত্রী ট্রুডোর শুল্ক সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। কানাডা প্রশাসন এমনটাও জানিয়েছে যে, যেকোনও প্রকার শুল্ক মুক্ত বাণিজ্যের চুক্তিকে লঙ্ঘন করে।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, কানাডার এই পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ খুব ভয়ংকর পরিস্থিতি সম্মুখীন হতে চলেছে। কারণ কানাডার উপর আমেরিকার তরফ থেকে যে শুল্ক চাপানো হয়েছে, তা কানাডার জন্য আদৌ কতটা সন্তোষজনক হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মঙ্গলবার থেকে তিন হাজার কোটি কানাডিয়ান ডলারের পণ্যের উপর শুল্ক প্রয়োগ করা হবে। ২১ দিনের মধ্যে কানাডা, আমেরিকার ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলারের পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক নেবে।
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো রীতিমতো হুমকি (Trudeau-Trump) দিয়েছে, আমেরিকা থেকে যেসব খনিজ এবং অন্যান্য পণ্য এতদিন যাবত কোন শুল্ক ছাড়াই কানাডায় আসত, সেসব পণ্যের উপর আগামী দিনে আরোপ হতে চলেছে অতিরিক্ত শুল্ক। সাধারণ মানুষের জন্য মোটেই ভালো হবে না এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: প্রতিবেশী রাষ্ট্রের রাজনীতিতে নতুন রদবদল, নির্বাচন কমিশন কবে ঘোষণা করবে আগামী ভোটের
কানাডা এবং মেক্সিকো হলো আমেরিকার অন্যতম বৃহৎ দুই বাণিজ্যিক ক্ষেত্র। এই দুটি রাষ্ট্রের আমদানিকৃত পণ্যের উপর আমেরিকা আরোপ করতে চলেছে চড়া হারে শুল্ক। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প চিনের পণ্যের উপরেও শুল্ক আরোপ করেছে। হোয়াইট হাউসে তিনি বিবৃতি দিয়েছেন যে, মেক্সিকো এবং কানাডার (Trudeau-Trump) উপর ২৫ শতাংশ ও চিনের উপর ১০ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে। কিন্তু আমেরিকা কানাডা থেকে যে খনিজ তেল, স্বাভাবিক গ্যাস এবং বিদ্যুৎ আমদানি করত তার উপর শুল্কের পরিমাণ হবে ১০ শতাংশ।
পাশাপাশি প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি আমেরিকার বিরুদ্ধে শুল্ক আরোপের পর এই তিন দেশ কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ করে, তাহলে শুল্কের পরিমাণ আরও বাড়ানো হবে। এই হুঁশিয়ারি দেওয়ার পরই পাল্টা শুল্ক আরোপ করে কানাডা। ট্রুডো এমনকি বলেছেন যে, আগামী কয়েক সপ্তাহ কানাডিয়ান এবং আমেরিকানদের (Trudeau-Trump) জন্য খুবই কঠিন হতে চলেছে।