‘ট্রাম্পের বিসর্জন হয়েছে, এবার মোদির’, অনুব্রত মণ্ডল

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : “মনে আছে আপনাদের, নমস্তে ট্রাম্প করেছিল, সে বিসর্জন হয়ে গেল। আবার চব্বিশে মোদি বিসর্জন হয়ে যাবে।” সোমবার এই ভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বীরভূমের নানুরে তৃণমূলের একটি কর্মীসভার আয়োজন করা হয়। যে কর্মী সভা শেষে এই অনুব্রত মণ্ডলকে দেখা যায় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুলতে।

Advertisements

Advertisements

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথমেই বলেন, “বিজেপির প্রেসিডেন্ট বলছে শ্মশানে পাঠিয়ে দেবে। আজকে কোন প্রেসিডেন্ট একথা বলতে পারে? বাংলার মানুষকে অপমান করার অধিকার আছে? তা সবাইকে যদি শ্মশানে পাঠিয়ে দেবে, তাহলে থাকবে কাকে নিয়ে? আমরা তো তা বলবো না। আমরা বলব মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে ভালবাসবে, সবারির পাশে থাকবে, উন্নয়ন করবে, বিপদে পড়লে মমতা ব্যানার্জি ছুটে যাবে।”

Advertisements

এর পরেই তিনি বিহারের নির্বাচন ফলাফল নিয়ে আগাম জানিয়ে দেন, “কালকে রেজাল্ট আউট আছে না বিহারের? মোদি তো অনেক মিটিং করেছে, কালকেই বুঝে যাবেন কে বিসর্জন যাবে। মনে আছে আপনাদের নমস্তে ট্রাম্প করেছিল? সে বিসর্জন হয়ে গেল। আবার চব্বিশে মোদি বিসর্জন হয়ে যাবে।”

এর পাশাপাশি বিজেপি নেতাদের মূর্খ বলে কটাক্ষ করে তিনি জানান, “ওরা তো মূর্খ। ওতো রাখাল বাগাল। দিদির পুলিশ, দাদার পুলিশ হয় নাকি। ছোটবেলা থেকে দেখে আসছি লোকসভা আর বিধানসভা কেন্দ্র বাহিনী নিয়ে হয়। ইলেকশন কমিশন তো ভোট ডিক্লেয়ার করবে।”

Advertisements