If you do this business you will not lose but you will see the face of profit: বর্তমান যুগে সবার হাতেই সময় কম এবং সকালের ব্রেকফাস্টে বেশিরভাগ মানুষ পছন্দ করেন পাউরুটি জাতীয় খাবার। মানুষ আজকাল শহুরে আদপ কায়দায় নিজেকে গড়ে তুলেছে তাই কেউ পছন্দ করে জ্যাম, জেলি দিয়ে পাউরুটি। আবার কারও পছন্দ বাটারের টোস্ট। সাধারণত সব জায়গাতেই এটি সহজে পাওয়া যায় ও যেকোনো ডিশ পাউরুটি দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। তাই এই অবস্থায় যদি আপনি পাউরুটির ব্যবসা (Business Ideas) করেন তাহলে নেহাতই মন্দ হবে না। কারণ এতে লাভ ছাড়া লোকসানের পরিমাণ অনেকটাই কম।
কিন্তু প্রথমেই দরকার ভালো বিজ্ঞাপন ও মার্কেটিং স্ট্রাটেজি, যা কাজে লাগিয়ে খুব সহজেই আপনি মার্কেটে নিজের জায়গা করে নিতে পারবেন। তারজন্য প্রথমেই কি দরকার আপনার? আপনাকে বুঝতে হবে বাজারে এর চাহিদা এবং সরবরাহ ব্যবস্থা। নিজের ব্যবসাটিকে আরো ভালোভাবে বাড়ানোর জন্য পাইকারি দোকানদার কত দামে প্যাকেট কিনছে, জিনিসটি তৈরি করতে কত খরচ হচ্ছে এবং সর্বোপরি খুচরো বাজারে সর্বনিন্ম ও সর্বোচ্চ দাম কত রয়েছে তা জানা খুবই জরুরি। এই ধরনের ব্যবসা (Business Ideas) আপনাকে খুব সহজেই লাভবান করতে পারবে।
তবে এই ব্যবসাটি শুরু করার আগে একটি কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, পাউরুটি তৈরির ব্যবসা করতে হলে আগেই আপনাকে বসাতে হবে একটি কারখানা। এরজন্য অবশ্যই যেই জিনিসগুলোর প্রয়োজন হবে সেগুলি হল- মেশিন, জমি, বিদ্যুৎ, জলের সুবিধা, কর্মচারী ইত্যাদি। আপনি কি একটি ছোট পরিসরে ব্যবসাটিকে (Business Ideas) শুরু করবেন এরকম চিন্তা ভাবনা? এর জন্যে ১০০০ স্কোয়ার ফুট জায়গার দরকার হবে। যেহেতু পাউরুটি একটি খাদ্যদ্রব্য তাই ব্যবসাটি শুরু করার আগে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করাতে হবে ও FSSAI থেকে লাইসেন্স নিতে হবে।
এই ব্যবসাটি শুরু করার জন্য দরকার নেই মোটা অংকের বিনিয়োগ, শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা (Business Ideas) । পরিকল্পনা সঠিক হলে ব্যবসা অবশ্যই উন্নত হবে। ব্যবসার সূচনা কালে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস নিয়েই ব্যবসাটি শুরু করবেন। আস্তে আস্তে আপনার ব্যবসাটি বড় হতে থাকবে। ছোট্ট পরিসরে যদি এই ব্যবসার সূচনা করতে চান তাহলে কিছু মেশিনপত্রের অবশ্যই প্রয়োজন হবে এবং এর জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে পাঁচ লাখ টাকা। ব্যবসার জন্য বিনিয়োগ করার মত প্রয়োজনীয় অর্থ যদি আপনার না থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সাহায্য নিতে পারেন।
পাউরুটির চাহিদা শহর থেকে গ্রাম সব জায়গাতেই রয়েছে। চাহিদা বেশি হওয়ার জন্য এই ব্যবসা অবশ্যই সফল হবে। আপনি কি জানেন এই রুটির ব্যবসা থেকে কিরকম আয় হয়? সাধারণ রুটির প্যাকেটের দাম রয়েছে ৪০ থেকে ৬০ টাকা। এছাড়া, পাউরুটি উৎপাদনের খরচও খুব কম। ব্যবসা যদি সঠিকভাবে চালিয়ে যেতে পারেন তাহলে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।