Tv Channel Subscription Price: দামি হতে চলেছে টিভি দেখার খরচ, কত টাকা বাড়তে পারে, সামনে এলো হিসেব-নিকেশ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোট মিটতেই বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি টোল ট্যাক্স, হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদির খরচ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই বেড়েছে টোল ট্যাক্স, দুধের দাম, বাড়িতে চলেছে টিভি, ফ্রিজ, এসি ইত্যাদির দাম। আর এসবের মধ্যেই এবার টিভি দেখার খরচও বেড়ে যাবে। কেননা টিভি চ্যানেল দেখার জন্য যে সাবস্ক্রিপশন (Tv Channel Subscription Price) নিতে হয় তার খরচ বাড়তে চলেছে বলেই জানা যাচ্ছে।

Advertisements

টিভি এখন দেশের প্রায় সমস্ত বাড়িতেই রয়েছে। বিনোদনের জন্য এর থেকে বড় আর কোন মাধ্যম হয়তো নেই ভারতীয়দের অধিকাংশ বাড়িতে। তবে এখন টিভি দেখতে হলে আর আগের মতো এন্টেনা লাগিয়ে চলে না। টিভিতে ভালো ভালো চ্যানেল দেখার জন্য দরকার হয় কেবল কানেকশন অথবা ডিশ টিভি, ডিটিএইচ ইত্যাদি। আর ফের একবার টিভি চ্যানেলের দাম বৃদ্ধি পাওয়ার জল্পনা শুরু হতেই মাথায় হাত পড়তে শুরু করেছে সাধারণ মানুষদের।

Advertisements

গ্রাম এবং মফস্বল এলাকায় এখনও রমরমিয়ে কেবল কানেকশন, ডিটিএইচ ইত্যাদির মাধ্যমে টিভি চললেও শহরাঞ্চলগুলিতে থাবা বসিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। এক্ষেত্রে শহরাঞ্চলের মানুষেরা যদি ভেবে থাকেন তারা খরচ বৃদ্ধি থেকে রক্ষা পাবেন তাহলে ভুল করছেন। কেননা টিভি চ্যানেলের পিছনে খরচ বাড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, একইভাবে ওটিটি প্লাটফর্মের পিছনেও খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? 10 Travel Destinations: মে’তে হল না! জুন-জুলাইয়েও ঘোরার প্ল্যান, বেছে নিতে হবে এই ১০ জায়গা

কবে থেকে চ্যানেলের পিছনে বেশি টাকা খরচ করতে হবে তা এখনই সামনে না এলেও খুব তাড়াতাড়ি এমন সিদ্ধান্তের কথা জানানো হতে পারে বলেই সূত্রের খবর। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ডিজটি স্টার, ভায়াকম 18, জি-এন্টারটেইনমেন্ট, সোনি পিকচার নেটওয়ার্ক ইন্ডিয়ার মত সম্প্রচারকারী সংস্থাগুলি তাদের চ্যানেলের এবং প্যাকেজের দাম বৃদ্ধি করার বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে কত খরচ বৃদ্ধি পাবে তা সম্পর্কেও সংস্থাগুলির তরফ থেকে কিছু জানানো হয়নি, কিন্তু বিভিন্ন রিপোর্ট মোতাবেক জানা যাচ্ছে, টিভি দেখার খরচ ৫ থেকে ৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে ভারতীয়রা যে সকল চ্যানেল দেখে থাকেন সেই হিসেবে অনুযায়ী এক একটি পরিবারের টিভি দেখার খরচ প্রতি মাসে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কারো কারো আবার এই খরচ বেড়ে ৮০ টাকাও হতে পারে। গত জানুয়ারি মাসে শীর্ষস্থানীয় ব্রডকাস্টার সংস্থা বেস বুটেক রেট প্রায় ১০% বৃদ্ধি করেছিল। ফেব্রুয়ারি মাস থেকে এই রেট চালু হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা হয়নি, এখন নতুন সরকার গঠন হলেই তা চালু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisements