লোকাল ট্রেনে সফর করতে করতেই দেখুন টিভি, একেবারে নয়া ভাবনা রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের তরফ থেকে রেলকে সাজিয়ে তোলা এবং যাত্রীদের স্বাচ্ছন্দ দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে লোকাল ট্রেনে যাত্রীদের বিনোদনের জন্য রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা। চলতি বছর রেলের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।

Advertisements

Advertisements

তবে এই পদক্ষেপ কেবলমাত্র যাত্রীদের বিনোদনের জন্যই। লোকাল ট্রেনের যাত্রা পথে বিজ্ঞাপনহীন রবীন্দ্র সঙ্গীত যাত্রীদের আনন্দ দিলেও রেলের ভাঁড়ারে লক্ষ্মী লাভ হয়নি। তবে যাত্রীদের বিনোদনের জন্য বিজ্ঞাপন এই অডিও সিস্টেম বেশ নজর কাড়ে। ট্রেনে সফল করতে করতে গান শুনে মন ভরার পাশাপাশি সহজেই যাত্রা পথ অতিক্রান্ত হয়।

Advertisements

আর এই সকল কথা মাথায় রেখে এবার লোকাল ট্রেনের জন্য নতুন উদ্যোগ নিলো ভারতীয় রেল। নতুন এই উদ্যোগে লোকাল ট্রেনের কামরায় বসানো হবে টিভি। যেখানে বিনোদনের পাশাপাশি রেলের ভাঁড়ারে লক্ষ্মী লাভের সম্ভাবনাকেও তৈরি করবে। লোকাল ট্রেনের কামরায় এই টিভি লাগানোর মাধ্যমেই দুই লক্ষ্য পূরণের লক্ষ্যে নামছে ভারতীয় রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, লোকাল ট্রেনের কামরায় টিভি লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মাধ্যমে প্রথম লক্ষ্য পূরণ হবে সামাজিক বার্তা পৌঁছে দেওয়া এবং দ্বিতীয় লক্ষ্য বিজ্ঞাপন প্রচার করা। যে বিজ্ঞাপন প্রচারের মধ্য দিয়ে বাড়বে রেলের আয়। লোকাল ট্রেনের কামরায় টিভি লাগানো হলে যাত্রীরা তাদেরই যাত্রাকালে টিভির পর্দায় নানান জিনিস দেখতে পাবেন। তাতে সময় কাটবে তাড়াতাড়ি এবং রেলের যে খরা অবস্থা চলছে তাও কিছুটা দূর হবে।

কিন্তু কবে লোকাল ট্রেনের কামরায় টিভির দেখা মিলবে?

এই বিষয়ে হাওড়ার ডিআরএম মণীশ জৈন জানিয়েছেন, “টেন্ডার ডাকা হচ্ছে। মাস তিন চারেকের মধ্যে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনের কামরাতে এই টিভির দেখা মিলবে। যেখানে প্রচারের বিষয়গুলি প্রি-রেকর্ডেড থাকবে। যা চালক ও গার্ডের কামরা থেকে নিয়ন্ত্রিত হবে। আর যাত্রীদের বিনোদনের পাশাপাশি বিজ্ঞাপনের দৌলতে রেলের আয় কিছুটা বাড়বে।”

Advertisements