নতুন বছরে টিভি থেকে ফ্রিজ একাধিক সামগ্রীর দাম বাড়ছে একলাফে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র একদিন, তারপরেই বিশ্ববাসীর বরণ করে নেবেন নতুন বর্ষকে। পুরাতন বছরের খারাপ দিকগুলিকে ছুঁড়ে ফেলে নতুনভাবে আশার আলো দেখছেন বিশ্বের বাসিন্দারা। তবে এরই মাঝে ভারতীয়দের জন্য অস্বস্তির খবর নতুন বছরে একলাফে বাড়তে চলেছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মত সামগ্রীর দাম।

Advertisements

Advertisements

টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন ছাড়াও তামা, অ্যালুমিনিয়াম এবং স্টিল দিয়ে তৈরি জিনিসপত্রের দাম বাড়তে চলেছে এমনটাই জানা গিয়েছে সর্বভারতীয় একাধিক সংবাদ মাধ্যম সূত্রে। এই সকল গৃহস্থালির জিনিসপত্রের দাম কম করে ১০ শতাংশ বাড়তে পারে বলে জানা গিয়েছে।

Advertisements

টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে প্যানাসনিক এবং থমসনের মতো সংস্থাগুলি জানিয়ে দিয়েছে জানুয়ারি থেকে তাদের এই সকল জিনিসপত্রের দাম বাড়বে। যদিও প্রস্তুতকারী সংস্থা সোনি এখনো পর্যন্ত এবিষয়ে কিছু নিশ্চিত করেনি।

প্যানাসনিক সংস্থার সিইও মণীশ শর্মা জানিয়েছেন, জানুয়ারি মাসে তাদের টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের দাম ৬-৭% বাড়তে চলেছে। পরে এই দাম বৃদ্ধি ১০-১১% পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাদের যুক্তি কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় এই দাম বাড়তে চলেছে। একই কথা জানিয়েছেন এলজি সংস্কার কর্তারাও।

Advertisements