সরাসরি সম্প্রচারের মাঝেই ভাঙলো সেতু, বরাতজোরে রক্ষা সংবাদিকের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টিভির পর্দায় সরাসরি সংবাদ পরিবেশন করছিলেন এক সাংবাদিক। তিনি যে সেতুর উপর দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার করছিলেন হঠাৎ সেই সেতুর একাংশ ভেঙে যায়। ঠিক যেন পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মত। মৃত্যুকে চোখের সামনে দেখার মত পরিস্থিতি। তবে বরাতজোরে রক্ষে হয় ওই সাংবাদিকের। পাশাপাশি ওই সাংবাদিক তার কর্মে এতটাই অবিচল যে সেই মুহূর্তে তিনি তার কাজ চালিয়ে যান।

Advertisements

এমন ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সাংবাদিকের ক্ষেত্রে। উত্তর ক্যারোলিনার আলেকজান্ডার কাউন্টিতে চলছে বন্যা পরিস্থিতি। আর সেই বন্যা পরিস্থিতির বিবরণ দেওয়ার জন্য ‘ফক্স ৪৬’-এর সাংবাদিক অ্যাম্বার রবার্টস হিডেনিট সেতুর উপরে দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার করছিলেন। আর সেই বিবরণ দেওয়ার মুহূর্তেই সেতুর মাঝের একাংশ ভেঙে পড়ে। সেতুর যে অংশ ভেঙে তার থেকে কয়েক ইঞ্চি দূরে ছিলেন ওই সাংবাদিক। ঘটনা ঘটার সাথে সাথেই তিনি চিৎকার করে ওঠেন। তবে পরমুহুর্তেই ফিরে আসেন নিজের পেশাদারিত্বে।

Advertisements

Advertisements

মৃত্যুকে চোখের সামনে দেখেও এই সাংবাদিক নিজের কাজ থেকে কোনরকম অবিচল না হওয়াই নেটিজেনদের প্রশংসা কেড়ে নিয়েছেন। ওই সম্প্রচার চলাকালীন তাকে বলতে দেখা গেছে, “অবিশ্বাস্য! যাক আমরা ফিরে এসেছি। যে রাস্তাটি ভেঙে পড়ার ভিডিও সরাসরি দেখানো হলো টিভির পর্দায় সেই রাস্তা তৃতীয় কয়েক সেকেন্ড আগে আমরা দাঁড়িয়েছিলাম।”

Advertisements