নিজস্ব প্রতিবেদন: মধ্যবিত্তদের অবস্থা খুব খারাপ। কেননা যেভাবে সমস্ত ধরনের জিনিসপত্রের দাম বেড়ে চলেছে তাতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের সংসার চালাতে দম ফেটে যাচ্ছে। আর এসবের মধ্যেই মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তদের মাথায় আরও চিন্তা বাড়াচ্ছে স্মার্টফোন থেকে শুরু করে টিভি, গাড়ির দাম বৃদ্ধি (Smartphone to Tv, Car Price Hike) পাওয়ার খবর।
বর্তমানে প্রত্যেক বাড়িতেই রয়েছে টিভি। টিভি ছাড়া চলে না বলাই যায়। আবার এসবের মধ্যে এখন দেশের মানুষদের কাছে সবচেয়ে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে ফোন। শুধু মানুষের হাতে হাতে ফোন পৌঁছে যাওয়া নয়, পাশাপাশি পৌঁছে গিয়েছে স্মার্টফোন। আবার স্মার্টফোন এখন কেবলমাত্র বিলাসিতার বিষয় নয় বরং প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। কেননা স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা অটুট থাকার পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন কাজ সেরে ফেলা যায়।
তবে স্মার্টফোন থেকে শুরু করে টিভি, গাড়ি ইত্যাদির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। আর এইভাবে দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষদের এই সকল জিনিসপত্র কিনতে গিয়ে পকেট থেকে আরও বেশি টাকা খসাতে হচ্ছে। অন্যদিকে এইভাবে দাম বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে সংস্থাগুলির তরফ থেকে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়াকে দায়ী করা হচ্ছে। দাম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে ভিলেন হয়ে দাঁড়িয়েছে অ্যালুমিনিয়াম ও তামা।
অ্যালুমিনিয়াম ও তামা বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র তৈরিতে অন্যতম প্রয়োজনীয় ধাতু। এই দুটি ধাতুরির দাম সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। তবে শুধু এই দুটি ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে এমন নয়, এর পাশাপাশি দাম বৃদ্ধির পিছনে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মেমরি চিপ, ডিসপ্লে প্যানেলের মতো উপাদানগুলির দাম বৃদ্ধি পাওয়া। এর পাশাপাশি রয়েছে ডলারের দাম বৃদ্ধি পাওয়া অন্যতম কারণ।
ইতিমধ্যেই দেশে বিক্রি হওয়া নামিদামি প্রচুর গাড়ি সরবরাহকারি সংস্থা তাদের গাড়ির ক্ষেত্রে ৩ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করেছে। আবার টিভি প্রস্তুতকারী সংস্থাগুলি ৫ থেকে ৭ শতাংশ দাম ইতিমধ্যেই বৃদ্ধি করে দিয়েছে। টিভি, গাড়ির দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অনুমান করা হচ্ছে স্মার্টফোনের দাম ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে খুব তাড়াতাড়ি। আর এমনটা যদি হয় তাহলে বর্তমানে বাজারে বিক্রি হওয়া অধিকাংশ স্মার্টফোন, যেগুলির দাম ২০ হাজার টাকার বেশি তাদের পিছনে আরও ৪০০ টাকা থেকে ৫০০ টাকা বেশি খরচ করতে হতে পারে।