TVS brings the new generation Splendor Plus XTec 2.0: বাইকের দুনিয়ায় নতুন সংযোজন। হিরো মটো কর্পের তরফ থেকে লঞ্চ করা হলো স্প্লেন্ডর প্লাসের দ্বিতীয় জেনারেশন। ভারতীয় বাজারে জনপ্রিয় ২ চাকার গাড়িগুলির মধ্যে অন্যতম হিরো মটো কর্পের স্প্লেন্ডর প্লাস। বাইকটির গঠনগত বৈশিষ্ট্য একেবারেই সাধারণ, কিন্তু মাইলেজ অবর্ণনীয়। বাইকটিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক খরচও অন্য সব বাইকের তুলনায় খুবই কম। তাই মধ্যবিত্তের প্রথম পছন্দ স্প্লেন্ডর প্লাস। এই মডেলটির একটি নতুন ভার্সন (Splendor Plus XTec) বের করেছে হিরো মটো কর্প। যুক্ত হয়েছে আরও নতুন একাধিক আকর্ষণীয় ফিচারস।
হিরো মটো কর্পের নতুন সংস্করণটির নামকরণ করা হয়েছে স্প্লেন্ডার প্লাস এক্সটেক ২.০ (Splendor Plus XTec 2.0)। পুরনো প্লাসের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে নতুন ভার্সনটিতেও। উপরি পাওনা হিসেবে যুক্ত হচ্ছে এলইডি লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন এন্ড এসএমএস অ্যালার্ট, ইউএসবি চার্জার। ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্সোল ফিচারসটি বর্তমানে ইলেকট্রিক অথবা পেট্রোল যেকোন বাইকের ক্ষেত্রেই পাওয়া যায়। স্প্লেন্ডর প্লাস পিছিয়ে থাকলে চলবে কি করে? স্প্লেন্ডর প্লাস এর নতুন ভার্সনেও যুক্ত হচ্ছে ইন্সট্রুমেন্ট কনশোলের নতুন ফিচার্সটি।
নতুন স্প্লেন্ডর প্লাস এক্সটেক ২.০ মডেলটির (Splendor Plus XTec) ইঞ্জিনের ক্ষেত্রেও রয়েছে চমক। নতুন মডেলটিতে থাকছে ১০০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটির ৭.০৯ হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা রয়েছে। মডেলটিতে রয়েছে ৪ স্পিড গিয়ারের ব্যবস্থাও। মাইলেজের দিক থেকে নতুন মডেলটি পুরনো মডেলের প্রায় সমান। গঠনগত দিক থেকে বাইকটিতে তেমন কোন চাকচিক্য না থাকলেও, রংয়ের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। নতুন স্প্লেন্ডর প্লাস এক্সটেক ২.০ মডেলটিতে যুক্ত হয়েছে নতুন ৩ টি রং। গ্লস রেড, গ্লস ব্ল্যাক এবং ম্যাট গ্রে এই ৩ টি কালারের স্প্লেন্ডর প্লাস এক্সটেক ২.০ পাওয়া যাবে বাজারে।
আরও পড়ুন ? SBI Bike Loan: এবার সহজেই ঘরে আসবে মোটরবাইক! ব্যবস্থা করে দেবে SBI, এলো নতুন স্কিম
নতুন এই মডেলটির দাম কিন্তু একেবারে সাধ্যের মধ্যে। স্প্লেন্ডর প্লাস এক্সটেক ২.০ মডেলটির (Splendor Plus XTec) শোরুম প্রাইস রাখা হয়েছে, মাত্র ৮২ হাজার ৯১১ টাকা। হিরো মটো কর্পের স্প্লেন্ডর প্লাস মডেলটির দাম ছিল ৭৯ হাজার থেকে ৮০ হাজারের মধ্যে। তার তুলনায় মাত্র ৩০০০ টাকা বেশি দাম রাখা হয়েছে নতুন মডেলটিতে। বর্তমানে বাইকের বাজারে অত্যন্ত জনপ্রিয় মডেল হোন্ডা সাইন ১০০ মডেলটি ইতিমধ্যে বিক্রির দিক থেকে ৩ লক্ষের মাইলস্টোন অতিক্রম করে গেছে। বিশেষজ্ঞদের মতে নতুন হিরো মটো কর্পের স্প্লেন্ডর প্লাস এক্সটেক ২.০ মডেলটি ছাপিয়ে যেতে পারে হোন্ডা সাইন ১০০ র রেকর্ড।
নতুন হিরো মটো কর্পের নতুন স্পেন্ডর প্লাস এক্সটেক ২.০ মডেলটি (Splendor Plus XTec) বাইকপ্রেমীদের নজর কেড়ে নিতে সফল হবে বলে মনে করছে সংস্থা। অত্যাধুনিক ফিচারস মন কেড়ে নেবে সকলেরই। এত কম খরচে এত আধুনিক ফিচার যুক্ত বাইক ভারতীয় বাজারে কমই রয়েছে। তাছাড়া রয়েছে কালার ভেরিয়েশনের অপশনও। বর্তমানে ৩ লক্ষ বিক্রির মাইলস্টোন অতিক্রম করা হোন্ডা সাইন ১০০ এর সঙ্গে বিক্রির বাজারে কতটা পাল্লা দিতে পারে স্প্লেন্ডর প্লাস এপ্লটেক ২.০ সেদিকেই তাকিয়ে রয়েছেন বিশেষজ্ঞরা।