TVS now brings the electric version of the iQube: পেট্রোলের দাম আকাশ ছোঁয়া। তাই বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন নামকরা গাড়ির সংস্থাগুলি বাজারে ইলেকট্রিক গাড়ি নিয়ে এসেছে ইতিমধ্যে। এইবার গাড়ির বাজারে ব্যাটারি চালিত স্কুটার নিয়ে এলো টিভিএস (TVS iQube)। দামেও খুব সস্তা এই গাড়িটি। উন্নত সাজসজ্জা যুক্ত এবং একাধিক আধুনিক ফিচারসহ নতুন গাড়িটি বাজারে কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছে টিভিএসের পক্ষ থেকে। স্কুটারটিকে একবার ফুল চার্জ দিলে ৭০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে অনায়াসেই।
টিভিএস এর নতুন মডেলটি মূলত আইকিউবের (TVS iQube) নতুন একটি ভার্সন। এই গাড়িটিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচারস। ডিজিটাল ডকুমেন্ট স্টোরেজ, ৩২ লিটার আন্ডার সিট স্টোরেজ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ভয়েস অ্যাসিস্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যালেক্সা সার্পোট সিস্টেম ছাড়াও রয়েছে টিএফটি টাচস্ক্রিন ৭ ইঞ্চি ফুল কালার। এছাড়াও স্কুটার টি তৈরি করতে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম গ্রে ম্যাট। কপার ব্রোঞ্জ ম্যাট, কোরাল স্ট্যান্ড স্যাটিন এবং নীল রঙের স্টার লাইট।
টিভিএস কোম্পানির অন্যতম প্রিমিয়াম মডেল স্কুটার আই কিউব (TVS iQube)। তারই সস্তা ভার্শন বের করেছে সংস্থা। বৈদ্যুতিক স্কুটারের বেস ভেরিয়েন্টে তৈরি করা এই নতুন মডেলটির দাম রাখা হয়েছে মাত্র ৯৫ হাজার টাকা। বর্তমানে টিভিএসের আইকিউব মডেলটির বিভিন্ন গাড়ির দাম রয়েছে ৯৫ হাজার টাকা থেকে ১ লাখ ৮৫ হাজার টাকার মধ্যে। আইকিউবের ৫.১ কেডব্লিউএইচ ব্যাটারি সক্ষমতা সম্পন্ন মডেলটির দাম ১ লাখ ৮৫ হাজার টাকা। এই গাড়িটিতে খুব স্বাভাবিকভাবে আরো বেশি পরিমাণ ফিচার পাওয়া যাবে। গাড়িটি ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৪ ঘন্টা ১৮ মিনিট। সেই তুলনায় বেশ মডেলের ব্যাটারি সক্ষমতা অনেকটা কম মাত্র ২.২ কেডব্লিউএইচ।
আরও পড়ুন ? Toto Causes Load Shedding: শুধু যানজট পাকানো নয়, টোটোর বিরুদ্ধে আরও বড় অভিযোগ, ভুগতে হচ্ছে সবাইকে
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা গাড়ির শোরুম থেকে টিভিএস আইকিউবের (TVS iQube) নতুন মডেলটি কিনতে পারবেন গ্রাহকরা। ইতিমধ্যে গাড়িটি সর্বসাধারণের জন্য বাজারে ছাড়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই গাড়িটিতে একসাথে দুটো হেলমেট রাখা যাবে গাড়িটির আন্ডার সিট স্টোরেজে। স্কুটারটি দেখতে যতটা স্টাইলিশ, ব্যবহারের দিক থেকেও ততটাই নিরাপদ। দৈনন্দিন ব্যবহারের জন্য এটি একেবারে উপযুক্ত। স্কুটারটির লম্বা সিট অত্যন্ত আরামদায়ক। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য বেশ উপযোগী এই সিটটি।
টিভিএসের নতুন আই কিউব (TVS iQube) মডেলটি অন্যান্য ইলেকট্রিক স্কুটারগুলির সাথে সরাসরি প্রতিযোগিতায় নামার ক্ষমতা রাখে। সম্প্রতি রিজতা নামে আরও একটি নতুন স্কুটার বাজবে লঞ্চ করা হয়েছে। ওই সংস্থার পক্ষ থেকে স্কুটারটির দাম রাখা হয়েছে ১.১০ লক্ষ টাকা। স্কুটারটিতে রয়েছে ২ টি ব্যাটারি ব্যাকআপ। গাড়িটিকে একবার ফুল চার্জ দিলে ১৬০ কিলোমিটার পথ অনায়াসে অতিক্রম করে যেতে পারে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ছোট পরিবারগুলোর জন্য একেবারেই উপযুক্ত এই গাড়ি।।