টুইটারে এলো ব্লু, গ্রে, গোল্ডেন ৩ রঙের টিক, কোনটির কী অর্থ জানা জরুরী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ twitter এখন এলন মাস্কের দখলে। এই অ্যাপ যখন থেকে বিশ্বের ধনীতম শিল্পপতির হাতে গিয়েছে তখন থেকেই শুরু হয়েছে জোর চর্চা। সবচেয়ে বেশি যদি চর্চা দেখা গিয়েছে তা হল ব্লু টিক নিয়ে। ব্লু টিকের জন্য আলাদা করে খরচ করতে হবে বলে সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়।

Advertisements

তবে এরই মধ্যে প্রযুক্তিগত কিছু ত্রুটি থাকার কারণে সংস্থা ব্লু টিক তুলে নেয়। সেই সমস্যা দূর করে মঙ্গলবার নতুন করে ব্লু টিককে ফেরানো হলো। ব্লু টিক ফেরানোর সঙ্গে সঙ্গে সংস্থার তরফ থেকে আরও দুটি টিক অর্থাৎ মার্ক নিয়ে আসা হয়েছে। ব্লু টিক ছাড়া বাকি দুটি টিক হলো গ্রে এবং গোল্ডেন। নতুন এই দুটি টিক আসার ফলে অনেকেরই এর অর্থ বুঝতে অসুবিধা হচ্ছে। যে কারণে এই তিন রকমের টিক অর্থাৎ চিহ্নের অর্থ বুঝে নেওয়া জরুরী।

Advertisements

এই বিষয়ে সংস্থার সাপোর্ট পেজে বলা হয়েছে, গোল্ডেন চেকমার্কের অর্থ Twitter Blue for Business-এর মাধ্যমে সেটা একটি অফিশিয়াল বিজনেস অ্যাকাউন্ট। তবে এখনো পর্যন্ত সব কোম্পানির পেজে ব্লু টিক সরিয়ে গোল্ডেন চেক মার্ক দেওয়া হয়নি। তবে ব্লু টিকের সংজ্ঞা এখন বদলে গিয়েছে।

Advertisements

এছাড়াও খুব তাড়াতাড়ি গ্রে টিক আনা হচ্ছে। সরকারি ও মাল্টিল্যাটারাল অ্যাকাউন্টগুলিতে এই ধরনের চেক মার্ক ব্যবহার করা হবে। তবে এখনো তা লঞ্চ হয়নি।

অন্যদিকে যাদের অ্যাকাউন্টে ব্লু টিক দেখা যাবে তাদের অ্যাকাউন্ট হলো টুইটার সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট। আগে যেখানে এই ব্লু টিক ভেরিফাইড অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে ব্যবহার করা হতো সেই জায়গায় এখন তা ব্যবহার হবে সাবস্ক্রিপশন অ্যাকাউন্টের ক্ষেত্রে। এই subscription নেওয়ার জন্য মাসে ৮ ডলার খরচ করতে হবে।

Advertisements