নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নতুন নতুন উপহার পাবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। আর সেই নিশ্চয়তা মতোই ভোট ঘোষণা হওয়ার আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করার ঘোষণা করে দেওয়া হয়। কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী নতুন করে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে এখন তা হয়েছে ৫০ শতাংশ।
কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘভাতা সহ হাতে বাড়তি হাজার হাজার টাকা পেতে শুরু করেছেন। তবে শুধু মহার্ঘ ভাতা নয়, এর পাশাপাশি আরও বিভিন্ন খাতে খরচের ক্ষেত্রে ভাতা বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এবার নতুন দুটি ভাতা বৃদ্ধি (Allowances Hiked) থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা হাজার হাজার টাকা বেশি হাতে পাবেন।
গত ২ এপ্রিল কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে একটি অফিস মেমোব়্যান্ডাম জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এবার সরকারি কর্মচারীরা সন্তানদের পড়াশোনার জন্য পাওয়া চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স এবং বিশেষভাবে সক্ষম সন্তানদের লালন পালনের জন্য চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স বাড়ানো হয়েছে। এই দুই ভাতা ছাড়াও আবার সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন ? Costly Paddy Cultivation: ২৫০ টাকা কেজি! একবার চাষ করলেই মালামাল, রাজ্যের এই জায়গায় পৌঁছে দামী ধান
কেন্দ্র সরকারের তরফ থেকে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীরা তাদের দুই সন্তানের জন্য হোস্টেল খরচ পাবেন। হিসেব অনুযায়ী হোস্টেল সাবসিডি হিসেবে ২৫ শতাংশ বৃদ্ধি করার ফলে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের সন্তানদের হোস্টেল সাবসিডি বাবদ মাসে মাসে ৮৪৩৭.৫০ টাকা এবং সন্তানদের শিক্ষার জন্য প্রতি মাসে সর্বোচ্চ ২৮১২.৫০ টাকা পেতে পারেন।
অন্যদিকে চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স বাড়িয়ে করা হয়েছে ৩৭৫০ টাকা। এই ভাতা পাবেন যে সকল মহিলা কর্মীরা বিশেষভাবে সক্ষম। অন্যদিকে যদি কোন সরকারি কর্মচারীর সন্তান বিশেষভাবে সক্ষম হয়ে থাকেন তাহলে তিনি তার সন্তানের পড়াশোনার জন্য ভাতার হিসেবে প্রতি মাসে সর্বোচ্চ ৫৬২৫ টাকা পাবেন। এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকারের তরফ থেকে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপহারের ডালিতে ভরিয়ে দেওয়া হয়েছে। আর স্বাভাবিকভাবেই একের পর এক এইভাবে উপহারের ডালি পেয়ে খুশি সরকারি কর্মচারীরা।