মাথায় হাত সূরাপ্রেমীদের! দুর্গা পুজোয় রাজ্যে এই দু’দিন বন্ধ থাকতে পারে মদের দোকান!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শনিবার মহালয়ার মধ্য দিয়ে সূচনা হবে দেবী পক্ষের। তবে দেবী পক্ষের সূচনা আগে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর আমেজ। গ্রামাঞ্চলগুলিতে এখনো সেই আমেজ ধরা না পড়লেও শহর এবং শহরতলিতে রীতিমত পুজোর আমজে ভাসতে শুরু করেছেন বাঙালিরা। এই পুজো পার্বণের কথা বলতে গিয়ে একটি কথা না বললেই নয় আর সেটি হল সূরা (Liquor Shop)।

Advertisements

সূরা অর্থাৎ মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলেও উৎসব অনুষ্ঠান যাই হোক না কেন সবেতেই যেন এর নাম আগে আসে। উৎসবের মরশুমে সূরা প্রেমীদের দেখা যায় মদের দোকানে ভিড় জমাতে, লাইন দিয়ে মদ কিনতে। তবে এই বছর দুর্গা পুজোর সময় যদি সুরাপ্রেমীরা তাদের গলা প্রতিদিন ভেজাতে চান তাহলে আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেননা এইরকমই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে।

Advertisements

মূলত দুর্গাপুজোয় কোন কোন দিন মদের দোকান খোলা থাকবে অথবা বন্ধ রাখা যাবে সেই নিয়েই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও সূরা প্রেমীদের মধ্যে এই বছর প্রথম থেকেই কোন কোন দিন মদের দোকান খোলা থাকবে তা জানার জন্য আগ্রহের শেষ নেই। অবশেষে সেই আগ্রহ এবং কৌতুহল বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হল।

Advertisements

নবান্নের তরফ থেকে নতুন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন ব্যবসায়ী চাইলে তাদের মদের দোকান দুর্গা পুজোর সময় মহাষ্টমী এবং বিজয়া দশমীর দিন বন্ধ রাখতে পারেন। এক্ষেত্রে যদি ওই দুইদিন মদের দোকান বন্ধ রাখা হয় তাহলে তার জন্য ব্যবসায়ীদের অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার জন্য আবেদন করতে হবে স্থানীয় আবগারি দপ্তরে। আবেদনের ভিত্তিতে আবগারি দপ্তর এলাকা গত ভাবে বিবেচনা করে একদিন অথবা দুদিন দোকান বন্ধ রাখার অনুমতি দিতে পারে।

এর আগে ২০১৫ সাল পর্যন্ত দুর্গাপুজোর সময় দেড় দিন বন্ধ থাকতো মদের দোকান। মহাষ্টমীতে গোটা দিন এবং বিজয়া দশমীর দিন বিকাল পাঁচটার পর থেকে বন্ধ থাকতো দোকান। কিন্তু ২০১৬ সাল থেকে দুর্গাপুজোয় সব দিন দোকান খোলা রাখা সংক্রান্ত নির্দেশিকা বের হয়। এই বছর সেই নির্দেশিকায় বদল আনা হয়েছে। বদল আনার সঙ্গে সঙ্গে রীতিমত মাথায় হাত পড়তে শুরু করেছে সূরা প্রেমীদের। কেননা এই নির্দেশিকার ফলে পুজোয় একদিন বা দুদিন মদের দোকান বন্ধ থাকার সম্ভাবনায় বেড়ে যাচ্ছে।

Advertisements