মুখ্যমন্ত্রীর সফরের আগে এবার উদয়ন গুহ-র ফেসবুক পোস্ট ঘিরে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদন : অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল অন্দরে। অন্ততপক্ষে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। প্রতিদিন রাজ্যের কোন না কোন এলাকায় নেতাকর্মীদের ক্ষোভ ফুটে উঠছে অথবা তাদের আকার-ইঙ্গিত ঘিরে শুরু হচ্ছে নানান জল্পনা। আর তাকে সামাল দিতে নামতে হচ্ছে শীর্ষস্থানীয় নেতাদের।

সম্প্রতি দলের শীর্ষস্থানীয় বেশ কিছু নেতা-নেত্রীর মুখ খোলার পর এবার উদয়ন গুহ-র ফেসবুক পোস্ট ফিরে নতুন ধোঁয়াশা। আবার সেই বিভ্রান্তি তখন, যখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে। উত্তরবঙ্গ সফরে কোচবিহারে পা রাখার আগেই বিভ্রান্তিকর পোস্ট দেখা যায় তৃণমূল নেতা উদয়ন গুহ-র ফেসবুক ওয়ালে।

দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ সোমবার রাতে একটি পোস্ট করেন ফেসবুকে। যাকে ঘিরে প্রথম দফায় ধোঁয়াশা তৈরি হয়। এরপর আবার মঙ্গলবার সকালে। যাকে ঘিরে এক ধোঁয়াশা শেষ হওয়ার আগেই আরেক ধোঁয়াশা!

সোমবার রাতে উদয়ন গুহ তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘এই রকম বন্ধু থাকলে আর শত্রুর দরকার নেই পারলে এক কোপে কাটবে।’ আর এই পোস্ট ঘিরে তার অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এরপর ঠিক সকালে লেখেন ‘দাদার পুরানো খেলা শুরু হয়েছে’। তাকে ঘিরেও নানান প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় ফেসবুক এবং রাজনৈতিক মহলে।

তবে তৃণমূল নেতা উদয়ন গুহ-র এমন ফেসবুকে লেখনি প্রসঙ্গে স্বয়ং নিজে কিছু বলতে না চাইলেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে, কোচবিহার জেলা স্তরে কিছু তৃণমূল নেতাদের ক্ষোভ বিক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। যার পরেই রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন উদয়ন গুহ-র এই সকল পোস্ট তারই ফলশ্রুতি হিসেবে হতে পারে।