মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি

নিজস্ব প্রতিবেদন : মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ। সংঘর্ষের পরই দুটি বিমান মাটিতে আছড়ে পড়ে। বিমান দুটি আছড়ে পড়ার পর ঘটে যায় বিস্ফোরণ। এমন ভয়ানক ও মর্মান্তিক ঘটনার মুহূর্ত আবার ক্যামেরাবন্দি হয়। সচরাচর এই ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায় না, আবার ঘটে থাকলেও সেই ঘটনা ক্যামেরাবন্দি হওয়ার মতো নজির খুব কম রয়েছে। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এমন দৃশ্য আগে কখনো দেখা গিয়েছে কিনা তা মনে করা মুশকিল।

মাঝ আকাশে দুই বিমানের এমন সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শনিবার আমেরিকায়। সেখানে একটি এয়ার শো চলাকালীন এমন ঘটনা ঘটে। এমন মর্মান্তিক দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যারা এই দুটি বিমানে ছিলেন তারা প্রত্যেকেই বিমানের ক্রু। যদিও তারা কেমন রয়েছেন তার সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

আমেরিকায় এই এয়ার শো চলছিল টেক্সাসের ডালাস এগ্‌জিকিউটিভ বিমানবন্দরে। এয়ার শো চলাকালীন আচমকা দেখা যায় বোয়িং বি-১৭ বম্বার বিমানটির দিকে এগিয়ে আসছে একটি ছোট বিমান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, কোনভাবেই সেই সংঘর্ষ তাদের পক্ষে এড়ানো সম্ভব হয়নি।

এমন দুর্ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বোয়িং বি-১৭ বম্বার বিমানটির উপর যে ছোট বিমানটি এসে ধাক্কা মারে সেই বিমানটি ভেঙ্গে নিচে পড়ে যাচ্ছে এবং বোরিং বি-১৭ বম্বার বিমানটি জ্বলন্ত অবস্থায় দূরে গিয়ে ছিটকে পড়ে। এরপরেই ঘটে বিশাল বিস্ফোরণ।

বোয়িং বি-১৭ বম্বার যে বিমানটি এমন দুর্ঘটনার কবলে পড়ে সেই বিমানটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে এই বিমানটির বিশেষ ভূমিকা ছিল। পাশাপাশি দ্বিতীয় ছোট বিমানটি অর্থাৎ পি-৬৩ কিংকোবরা জাতীয় বিমানটিরও গুরুত্ব ছিল। এই বিমানটিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আত্মপ্রকাশ করেছিল।