পথ ভুলে ভাই-বোন ভিন জেলায়, তৎপরতা দেখিয়ে খুদেদের বাড়ি ফেরালো পুলিশ

Shyamali Das

Updated on:

লাল্টু : খেলার ছলে খুদে দুই ভাই বোন বাড়ি থেকে চলে যায় দূরে। তারপর বাড়ি ফেরার জন্য তারা একটি বাস ধরে। কিন্তু সেই বাস সঠিক রুটের ছিলনা। বাড়ি আসছি আসছি করতে করতে পৌঁছে যায় জেলা ছেড়ে অন্য জেলায়। তারপর সারারাত এদিক-ওদিক ঘোরাফেরা করে। অবশেষে সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় পুলিশের চোখে পড়ে। পুলিশ তাদের জিজ্ঞাসা করতেই বেরিয়ে আসে হারিয়ে যাওয়ার বিষয়টি। তার পরেই তৎপর হয়ে ওঠে বীরভূম পুলিশের দুবরাজপুর থানার পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরে যায় পথ ভোলা দুই ভাইবোন।

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা বেলায়। বর্ধমান জেলার আউসগ্রাম থানার অন্তর্গত গেনড়ায় গ্রামের গোলেনুর বিবি শেখের ৯ বছর মারিয়াম খাতুন ও ১২ বছরের সামাদ শেখ দুই ছেলেমেয়ে পথ ভুলে বাসে চেপে চলে আসে বীরভূমের দুবরাজপুর শহরে। তারপর তারা রাতে এদিক-ওদিক কাটালেও সকালবেলায় দুবরাজপুর থানার এক পুলিশের চোখে পড়ে। ওই পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে ওই দুজনকে জিজ্ঞাসা করেন এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? বাড়ি হারিয়ে গেছে? আর সেই প্রশ্নের উত্তরে ওই দুই ভাইবোন কোন কিছু না লুকিয়ে পুলিশকে সত্যি কথা জানায়।

এরপর ওই পুলিশ অফিসার ওই দুই ভাই-বোনকে নিয়ে আসেন দুবরাজপুর থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে। তারপর তাদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করে জানতে চাওয়া হয় বাবা মায়ের নাম, ঠিকানা ইত্যাদি। একেবারেই বলতে পারেনি তা নয়, হালকা হালকা আভাস দেয়। আর সেই হালকা আভাস থেকেই পুলিশ শুরু করে দুজনের বাড়ি খোঁজার কাজ। তারপর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মেলে ঠিকানা। যোগাযোগ করা হয় বাড়ির অভিভাবকদের সাথে। ভিন জেলা থেকে তৎক্ষণাৎ ছুটে আসেন ওই দুই খুদের মা।

রাতভর ছেলে মেয়েকে কাছে না পেয়ে দুবরাজপুর থানা এসেই কান্নায় ভেঙে পড়েন ওদের মা গুলেনর বিবি শেখ। পুলিশকর্মীরা তাকে আশ্বস্ত করেন আর ছেলে মেয়েকে তুলে দেন তার হাতে। বীরভূম পুলিশ তথা দুবরাজপুর থানার পুলিশ কর্মীদের থেকে সদ্ব্যবহার ও এমন সহযোগিতা পেয়ে যাওয়ার আগে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যান তিনি। আর পুলিশকর্মীরা ওই দুই খুদে শিশুকে মায়ের হাতে তুলে দেওয়ার আগে চকলেট দিয়ে অভিবাদন জানাই।