নিজস্ব প্রতিবেদন : বীরভূমে এখনো পর্যন্ত মোট ৭ জন করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছিলেন। জেলায় প্রথম তিনজনের শরীরে ধরা পড়ে করোনা সংক্রমণ। যারা ময়ূরেশ্বর এলাকার বাসিন্দা। ওই তিনজন মুম্বাই থেকে চিকিৎসা করিয়ে অ্যাম্বুলেন্সে করে বীরভূমে ফিরেছিলেন। তবে এই তিনজন সাত দিনের মাথায় করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন।
এই তিনজনের পাশাপাশি দুই দফায় আরও ৪ জনের শরীরে ধরা পড়ে করোনা সংক্রমণ। যাদের মধ্যে রামপুরহাট এলাকার একজন, দুবরাজপুর এলাকার দুইজন এবং নলহাটির আরও একজন। রামপুরহাট এলাকার যুবক হাওড়া থেকে বীরভূমে ফিরেছিলেন।দুবরাজপুর এলাকার দুজন মুম্বাই থেকে চিকিৎসা করে ফেলেছিলেন নিজেদের এলাকায়। নলহাটির যে ব্যক্তির শরীরে কোনো সংক্রমণ ধরা পড়ে তিনিও একজন পরিযায়ী শ্রমিক। তিনি সাইকেলে করে পশ্চিম মেদিনীপুর থেকে নিজের বাড়ি বীরভূমে ফিরেছিলেন।
তবে এই সকল অস্বস্তির মধ্যেই সুখবর এটাই যে, প্রথম তিনজনের পাশাপাশি রামপুরহাটের যুবক দ্রুত করোনামুক্ত হয়। এরপরেও করোনামুক্ত হলেন আরও দুজন যারা দুবরাজপুর এলাকার বাসিন্দা। রাজ্য স্বাস্থ্য ভবনের ১৩ তারিখের রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। অর্থাৎ জেলায় বর্তমানে মোট ৭ জন করোনা সংক্রামিত ব্যক্তির মধ্যে ৬ জনই বর্তমানে করোনামুক্ত। জেলায় বর্তমানে অ্যাক্টিভ করোনা সংক্রমণ ১। যিনি হলেন সদ্য করোনা সংক্রামিত হওয়া নলহাটি এলাকার বাসিন্দা।
দেশে যখন দিনের পরবদিন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে তখনও বীরভূম ছিল গ্রিন জোন ভুক্ত।তবে হঠাৎ করে এপ্রিল মাসের শেষের দিকে করোনা সংক্রমণ ধরা পড়ায় অনেকের মধ্যেই নিরাশা দেখা দিয়েছিল। কিন্তু বীরভূমের করোনা সংক্রামিতরা দ্রুত করোনামুক্ত হওয়ায় খুশির হাওয়া জেলার বাসিন্দাদের মধ্যে।