নিজস্ব প্রতিবেদন : খড়ের পালুই বাঁধাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে আহত ৮ জন। আহতরা মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার বাজিতপুর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা শান্তি মোহন বায়েন আজ বিকালের দিকে রাস্তার উপর খড় মজুত করছিলেন। সে সময় প্রতিবেশী তরুণ বায়েন বাধা দিতে গেলে তাঁদের কুড়ুল, লাঠি, রড দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। আহতদের মধ্যে একজনের মাথা ফেটেছে, একজনের হাত ভেঙেছে বলে জানা গিয়েছে।
তরুণ বায়েনের পরিবারের অভিযোগ, “যে জায়গায় খড় রাখা হয়েছিল সেই জায়গাটিতে আমাদের ভাগ রয়েছে। আর আমাদের জায়গার উপর খড় রাখায় অসুবিধার সম্মুখীন হয়েছিলাম আমরা। তাই বারণ করতে গেলে আমাদের উপর চড়াও হয় মোহন বায়েনের পরিবারের লোকজন। ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা সবাইকেই মারধর করা হয়।”
যদিও মারধরের ঘটনায় যাদের উপর অভিযোগ আনা হয়েছে তাদের থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার পর ঘটনার কথা মৌখিকভাবে মল্লারপুর থানায় জানানো হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মারধরের এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ হয়নি বলেই জানা গিয়েছে।