নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের বুকে নতুন নতুন এক্সপ্রেসওয়ে তৈরি হবে। যে এক্সপ্রেসওয়েটি পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারের বাসিন্দাদের জন্য সুখবর হয়ে দাঁড়াচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, রক্সৌল থেকে হলদিয়া এবং গোরক্ষপুর থেকে শিলিগুড়ি এক্সপ্রেসওয়ের কাজ খুব তাড়াতাড়ি শুরু করবে কেন্দ্র সরকার। চলতি মাসেই এই বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এবং মহাসড়ক মন্ত্রক প্রাথমিক কাজ শুরু করবে বলে জানা যাচ্ছে।
খড়গপুর-মোড়গ্রাম, রক্সৌল-হলদিয়া এবং গোরক্ষপুর-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে তৈরি করে একটি আর্থিক করিডর তৈরি করার কথা আগেই কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছিল। এছাড়াও রাজ্যের রঘুনাথপুর থেকে ডানকুনি, ডানকুনি থেকে তাজপুর এবং ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত এক্সপ্রেসওয়ে তৈরীর বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। নতুন এই সকল এক্সপ্রেসওয়ে তৈরি হলে বাংলা, বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী আরও তিন জেলার সঙ্গে যোগাযোগ অনেকটাই বৃদ্ধি পাবে।
সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে রক্সৌল-হলদিয়া এক্সপ্রেসওয়েটি ৬৫০ কিলোমিটার দীর্ঘ হতে চলেছে। এই এক্সপ্রেসওয়ের সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে যাওয়ার পাশাপাশি বিহারের পাটনা, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারন, মুজফফরপুর, সরণ, নালন্দা, শেখপুরা, জামুই, বাঁকা ইত্যাদি জেলা জুড়ে যাবে। কেননা এই সকল জেলার ওপর দিয়েই এক্সপ্রেসওয়েটি যাবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: ডেউচা পাঁচামি কয়লা শিল্পের কাজ শুরু হতেই নতুন বার্তা দিলেন অনুব্রত
অন্যদিকে গোরক্ষপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত যে এক্সপ্রেসওয়েটি তৈরি হবে বলে জানা যাচ্ছে সেই এক্সপ্রেসওয়েটি বিহারের গোরক্ষপুর রিং রোড থেকে শুরু করে পূর্ব চম্পারণ, শিবহার, সীতামারি, দাঁড়ভাঙ্গা, মধুবনী, আরারিয়া থেকে কিশানগঞ্জ অতিক্রম করে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এই সকল এক্সপ্রেসওয়ে তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে দুই রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলিরও অর্থনৈতিক পরিকাঠামোই অনেকটাই বদল আসবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে রক্সৌল-হলদিয়ার মধ্যে তৈরি হওয়া জাতীয় সড়কটি পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশের সঙ্গে জুড়ে দেবে বলেও জানা গিয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে নতুন রুটে পশ্চিমবঙ্গ থেকে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে।