New Trains: আরও সহজে হবে যাতায়াত! এবার নতুন দুটি ট্রেন চালু করল পূর্ব রেল, দেখে নিন সময়সূচি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : যাতায়াতের ক্ষেত্রে রেল পরিষেবার বিকল্প অন্য কিছু হয় না। যে কারণে প্রতিদিন দেশের প্রায় দু’কোটি মানুষ রেল পরিষেবার উপরেই ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। যে কারণেই ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন।

ভারতীয় রেল যেহেতু ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন এবং অনেক সহজেই ট্রেনের উপর নির্ভর করে কম খরচে, স্বাচ্ছন্দে যাত্রীরা যাতায়াত করতে পারেন তাই স্থানীয় মানুষ থেকে শুরু করে সবাই নতুন নতুন ট্রেনের দিকে তাকিয়ে থাকেন। ঠিক সেই রকমই আসানসোল ডিভিশনের দুটি রুটের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই নতুন ট্রেনের চাহিদা ছিল। আবার তা ছিল লোকাল ট্রেনের। সেই চাহিদা পূরণ করেই রেলের তরফ থেকে দুটি নতুন মেমু স্পেশাল ট্রেনের (New Local Trains) ঘোষণা করা হলো।

স্থানীয় বাসিন্দা থেকে সাধারণ যাত্রীদের দাবি মেনে এবার রেলের তরফ থেকে অন্ডাল ও বর্ধমানের মধ্যে নতুন একজোড়া মেমু স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করলো। অন্যদিকে বর্ধমান ও আসানসোলের মধ্যে আরও একজোড়া ট্রেন চালু করা হবে বলেই ঘোষণা করা হয়েছে। রেলের তরফ থেকে যাত্রীদের জন্য এই সুখবর দিতেই রীতিমতো খুশিতে ডগমগ সাধারণ মানুষ থেকে প্রতিদিন কর্মক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতকারী মানুষেরা।

আরও পড়ুন ? Undersea Rail Network: বিশ্বের ষষ্ঠ দেশ হিসাবে নজির গড়তে চলেছে ভারত, এই জায়গায় সমুদ্রের নিচে দৌঁড়াবে ট্রেন

পূর্ব রেলের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ০৩৫৪৬ অন্ডাল বর্ধমান মেমু স্পেশাল ট্রেনটি সন্ধ্যা ৬:৩৫ মিনিটে অন্ডাল থেকে ছাড়বে এবং সব স্টেশনের স্টপেজ দেওয়ার পর বর্ধমান পৌঁছাবে সন্ধ্যা ৭:৫৫ মিনিটে। অন্যদিকে ০৩৫৪৭ বর্ধমান অন্ডাল মেমু স্পেশাল ট্রেনটি বিকাল ৫টা ২৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে এবং অন্ডাল পৌঁছাবে সন্ধ্যা ৭:২০ মিনিটে।

০৩০০৫ বর্ধমান আসানসোল মেমু স্পেশাল ট্রেনটি দুপুর ১২:৪০ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়বে এবং সেটি আসানসোল জংশন পৌঁছাবে দুপুর ২:৩০ মিনিটে। দীর্ঘদিন ধরে এই ধরনের ট্রেনের জন্য সাধারণ মানুষেরা অপেক্ষায় থাকার কারণে স্বাভাবিকভাবেই এখন তারা বেশ খুশি।