নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা উত্তরবঙ্গ ঘুরতে আসেন। পাহাড় ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা পর্যটকদের মন কাড়ে। তবে উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল ঘোরার ক্ষেত্রে প্রাইভেট যানবাহন ভাড়া করে ঘোরা অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এবার এই সমস্যার সমাধান করতে দুটি রুটে বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)।
উত্তরবঙ্গ ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের খরচ যাতে কমে এবং নিজেদের রাজকোষ যাতে বৃদ্ধি পায় তার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। তাদের বিভিন্ন পদক্ষেপের মধ্যে শিলিগুড়ি থেকে দার্জিলিং অথবা অন্য কোন জায়গায় যাওয়ার জন্য পুরো বাস ভাড়া দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন রুট থেকে দার্জিলিং সহ পাহাড়ি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সময়ের পরিপ্রেক্ষিতে বাস চালানো হচ্ছে। ঠিক সেই রকমই নতুন দুটি রুটে বাস পরিষেবা চালু হবে আগামী সোমবার।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আগামী সোমবার থেকে শিলিগুড়ি থেকে জয়ন্তী চা বাগান এবং আলিপুরদুয়ারের হাতিপোতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বাস পরিষেবা শুরু করতে চলেছে। এই দুই রুটে বাস পরিষেবা চালু হওয়ার ফলে পর্যটকরা যেমন কম খরচে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে যেতে সক্ষম হবেন ঠিক সেই রকমই উপকৃত হবেন এই সকল প্রত্যন্ত এলাকার বাসিন্দারা।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, আলিপুরদুয়ার বাস ডিপো থেকে এই দুটি রুটের বাস পরিষেবার উদ্বোধন করা হবে। নাগরিকদের স্বার্থের কথা মাথায় রেখেই এমন বাস পরিষেবা চালু করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটক শিলিগুড়ি আসেন আর তাদের বেশির ভাগই ছোটেন পাহাড়। কিন্তু এই বাস পরিষেবা চালু হলে জয়ন্তের গুরুত্ব বাড়বে আগামী দিনে।
জানা যাচ্ছে, প্রতিদিন ভোর বেলায় জয়ন্তী থেকে বাসটি রওনা দেবে শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে বিকালবেলায় বাসটি রওনা দিয়ে রাতে পৌঁছাবে আলিপুরদুয়ার ডিপোয়। তারপর সেখান থেকে জ্বালানি ভরে চলে আসবে জয়ন্তীতে। অন্যদিকে হাতিপোতা থেকে কোচবিহার যাওয়ার জন্য বাসটি সকাল সাতটার সময় আলিপুরদুয়ার ডিপো থেকে ছেড়ে আসবে। তারপর সেখান থেকে আলিপুরদুয়ার হয়ে চলে যাবে সোজা কোচবিহার।