নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল বিমানবন্দর রয়েছে তার মধ্যে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (Netaji Subhas Chandra Bose International Airport) অন্যতম। তবে এর পাশাপাশি পাল্লা দিয়ে গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট হিসেবে জায়গা করে নিচ্ছে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট (Kazi Nazrul Islam Airport)। বিশেষ করে গত এক বছরের দিকে তাকালে এই এয়ারপোর্টের গুরুত্ব দিন দিন বাড়তে লক্ষ্য করা যাচ্ছে।
ইতিমধ্যেই এই এয়ারপোর্ট থেকে দেশের গুরুত্বপূর্ণ বেশ কিছু শহরের যোগাযোগ স্থাপন হয়েছে। দুর্গাপুর এয়ারপোর্ট থেকে যোগাযোগ স্থাপন সম্পন্ন হয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরগুলির। এর পাশাপাশি দুর্গাপুর এয়ারপোর্ট থেকে যোগাযোগ স্থাপিত হবে মরু রাজ্য রাজস্থানের। পাশাপাশি সব ঠিকঠাক থাকলে ৩০ মে থেকে উড়ান শুরু হবে পাটনাও।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, একেবারে প্রথম দিকে প্রাথমিকভাবে তিন দিন নতুন রুটে বিমান চালানো হবে। নতুন রুটে বিমান চালাবে ইন্ডিগো। রাজস্থানের জয়পুর থেকে অন্ডাল যে বিমানটি যাতায়াত করবে সেটি মাঝে পাটনা শহরে অবতরণ করবে। সেখানে আধ ঘন্টা বিরতি নেওয়ার পর অন্ডাল পৌঁছাবে।
একইভাবে অন্ডাল থেকে যে বিমানটি জয়পুরের উদ্দেশ্যে রওনা দিবে সেটি পাটনা বিমানবন্দরে অবতরণ করবে। তারপর আবার সেখান থেকে রওনা দেবে জয়পুরের উদ্দেশ্যে। অন্ডাল থেকে জয়পুর অথবা জয়পুর থেকে অন্ডাল যাতায়াতের ক্ষেত্রে বিমানটির সময় লাগবে ৩ ঘন্টা ৫০ মিনিট।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী ৩০ মে থেকে এমন পরিষেবা শুরু হবে। দুপুর ১২টার সময় জয়পুর থেকে রওনা দেবে বিমানটি। তারপর তা পাটনা বিমানবন্দরে এসে পৌঁছাবে দুপুর ১ টা ৪০ মিনিটে। সেখানে আধ ঘন্টা বিরতি নেওয়ার পর দুপুর ২ টো ১৫ মিনিটে অন্ডালের উদ্দেশ্যে রওনা দেবে। সেখান থেকে অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে বিমানটি এসে পৌঁছাবে দুপুর ৩ টে ৩০ মিনিটে।
অন্ডাল বিমানবন্দর থেকে বিমানটি বিকাল ৪ টের সময় রওনা দিবে জয়পুরের উদ্দেশ্যে। পটনা পৌঁছবে ৫ টা ২৫ মিনিটে। সেখান থেকে জয়পুরের দিকে উড়ে যাবে ৫ টা ৫৫ মিনিট নাগাদ। সূচি অনুযায়ী সন্ধ্যা ৭ টা বেজে ৫০ মিনিটে জয়পুর পৌঁছাবে।