নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের কাছে গর্বের ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এমনিতেই প্রতিদিন যে বিপুলসংখ্যক মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন তাতেই রেল (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড হয়ে দাঁড়িয়েছে। এরপর একের পর এক পদক্ষেপ ভারতীয় রেল ভারতীয়দের প্রত্যাশাও হয়ে দাঁড়াচ্ছে।
ভারতীয় রেল দেশের মানুষকে যে সকল ট্রেন উপহার দিয়েছে, তার মধ্যে বন্দে ভারত এখন বিভিন্ন রুটে চলাচল করতে শুরু করেছে। এখনো পর্যন্ত ১১ টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চলছে। এর মধ্যে শনিবার আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হতে চলেছে।
শনিবার নতুন যে দুটি বন্দে ভারত যাত্রা শুরু করবে তার মধ্যে একটি যাতায়াত করবে চেন্নাই থেকে কোয়ম্বাটোর। এই ট্রেনটি চেন্নাই এবং জোলারপেটের মধ্যে ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটবে। দক্ষিণ রেলওয়েতে প্রথম কোন ট্রেন ট্র্যাকে নামতে চলেছে যার গতিবেগ থাকবে ঘন্টায় ১৩০ কিলোমিটার। এই ট্রেনটিতে ৫ ঘন্টা ৫০ মিনিটে চেন্নাই থেকে কোয়েম্বাটুর পৌঁছানো যাবে।
অন্যদিকে শনিবার দ্বিতীয় যে বন্দে ভারতের সূচনা হতে চলেছে সেটি যাতায়াত করবে সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতি পর্যন্ত। এই বন্দে ভারত চালু হওয়ার ফলে মাত্র তিন মাসের মধ্যে দ্বিতীয় বন্দে ভারত পাচ্ছে তেলেঙ্গানা রাজ্য। নতুন এই বন্দে ভারত চালু হওয়ার ফলে সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতি যাওয়ার ক্ষেত্রে অন্ততপক্ষে তিন ঘন্টা কম সময় লাগবে।
শনিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নতুন দুটি ট্রেনের সূচনা করবেন। নতুন করে দুটি বন্দে ভারত চালু হলে দেশে এই পর্যন্ত ১৩ টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে যাতায়াত শুরু করবে। অন্যদিকে যেভাবে ভারতীয় রেল তৎপরতা শুরু করেছে তাতে খুব তাড়াতাড়ি দেশজুড়ে বন্দে ভারত চালু করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়িত হবে বলেই আশা করা হচ্ছে।