নিজস্ব প্রতিবেদন : কিছু কিছু গান দশকের পর দশক জুড়ে মানুষের মনে অমর হয়ে থেকে যায়। সময় চলে গেলেও সেই গানগুলি কখনো পুরনো হয় না। যতই আধুনিকতা আমাদের সমগ্র জীবন প্রণালীকে ঢেকে থাকুক না কেন কিছু কিছু গান যে কোন যুগে দাঁড়িয়েই শুনলেই মনে হয় আধুনিক। কোন একটি কালের বা সময়ের নয় সেই গান যেন চিরকালের হয়ে থেকে যায়।
অনবদ্য প্রতিভার অধিকারী আশা ভোঁসলের যে কোন গান সম্পর্কে এই সত্যটি প্রবাদের মত খাটে। তার গলার মধ্য দিয়ে যেন গানগুলিও প্রাণ খুঁজে পেয়েছে। তাই তাঁর গাওয়া গানগুলি আজও ফেসবুক-টুইটারের টাইমলাইন জুড়ে ঘুরে বেড়ায়। নতুন প্রজন্মের কাছেও এই গানগুলি নিজেদের মর্যাদা আদায় করে নিয়েছে।
আশা ভোঁসলের গাওয়া ‘পিয়া তু আব তো আজা’ গানটি আবার অন্য সকল গানের থেকে বেশ আলাদা। এই গানের মধ্যে একটি এনার্জিটিক ব্যাপার আছে। সুরের জাদুর সঙ্গে রয়েছে মনভোলানো নাচ আর তার সঙ্গে রয়েছে অদম্য উৎসাহ। সুরের জাদু আর নাচের কম্বিনেশন এই দুয়ের জন্য আজও আর ডি বর্মনের কম্পোজ করা আর আশা ভোঁসলের কন্ঠে গাওয়া এই গান একটা মাইলফলক। ১৯৭১ সালে ‘ক্যারাভান’ সিনেমায় এই গানটি মুক্তি পেয়েছিল। জিতেন্দ্র ও আশা পারেখ অভিনয় করেছিলেন এই সিনেমাটিতে। এই সিনেমাতেই আইটেম সং হিসেবে সংযুক্ত হয়েছিল এই গানটি। গানটিতে নাচ করেছিলেন হেলেন।
This is so cute☺️ pic.twitter.com/xDslL51Ob0
— Pathan ka Baccha (@peechetodekho) August 29, 2020
সম্প্রতি দুই বর্ষীয়ান মহিলা এই গানেই ভাইরাল হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে আশেপাশের জগত সম্পর্কে বিস্মৃত হয়ে
রাস্তার মাঝে শাড়ি পড়ে দুই বর্ষীয়ান মহিলা স্বতঃস্ফূর্তভাবে নেচে উঠেছেন এই গানে। দুজনের মধ্যে যেন জোর প্রতিযোগিতা শুরু হয়েছে একে অপরকে টক্কর দেওয়ার। ভিডিওটির মধ্যে ঐ মহিলা সম্পর্কে আর কোন তথ্য পাওয়া না গেলেও নাচের ভঙ্গিমা দেখে বোধহয় দুই মহিলাই প্রশিক্ষণ প্রাপ্ত নৃত্যশিল্পী। দুই মহিলার এই নাচের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর নেটিজেনরা এই নাচের করেছেন ভূয়শী প্রশংসা।