গ্রাহকদের জন্য সবচেয়ে বড় সুখবর, Airtel রিচার্জের দাম কমালো ১১০ টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বছর দেশের সমস্ত বেসরকারি টেলিকম সংস্থা তাদের রিচার্জের দাম বৃদ্ধি করার পর সাধারণ মানুষদের কাছে তা খুব চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু গ্রাহক রয়েছেন যারা বহু মূল্যবান এই সকল রিচার্জ করে নিজেদের মোবাইল চালাতে চরম অসুবিধার মধ্যে পড়ছেন। এমন পরিস্থিতিতে ট্রাই নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করে গ্রাহকদের সুবিধার নির্দেশ দেয়। আর সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এবার Airtel এর একটি রিচার্জ প্ল্যানের দাম ১১০ টাকা কমে গেল।

Advertisements

এয়ারটেলের ১৯৫৯ টাকা দামের একটি রিচার্জ প্ল্যান ছিল, যে রিচার্জ প্ল্যানটির দাম এখন ১১০ টাকা কমানো হয়েছে। এছাড়াও এয়ারটেলের ছিল ৪৯৯ টাকা দামের একটি রিচার্জ প্ল্যান। যে রিচার্জ প্ল্যানটিরও দাম ৩০ টাকা কমানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই দুটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন গ্রাহকরা।

Advertisements

১) ১৯৫৯ টাকার রিচার্জ প্ল্যানটির দাম এখন কমে দাঁড়িয়েছে ১৮৪৯ টাকা। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল এবং ৩৬০০টি এসএমএস। এছাড়াও তিন মাসের জন্য হ্যালো টিউনস সাবস্ক্রিবশন। পাশাপাশি রয়েছে Apollo 24/7 সার্কেলের সদস্যপদ।

Advertisements

আরও পড়ুন: TVS CNG Scooter: দু-চাকার দুনিয়ায় বিপ্লব আনলো TVS, লঞ্চ করল সিএনজি স্কুটার, ফিচার রয়েছে চোখ ধাঁধানো

২) ৪৬৯ টাকার রিচার্জ প্ল্যানটি দাম আগে ছিল ৪৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড কল ও ৯০০ টি এসএমএসের সুবিধা। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে Apollo 24/7 সার্কেলের সদস্য পদ পাওয়া যাবে।

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের এই দুটি রিচার্জ প্ল্যানের দামের ক্ষেত্রে পরিবর্তন আনার পাশাপাশি দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও-ও দামের ক্ষেত্রে পরিবর্তন এনেছে।

Advertisements